Connect with us

বিপিএল

আগামী আসরেও কুমিল্লার হয়ে খেলবেন রিজওয়ান


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের উইকেটরক্ষককে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটা জানিয়েছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি। কিছুদিন আগে লিটন দাসকে রিটেইন করার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। গতকাল তাওহীদ হৃদয়কেও দলে ভেড়ানোর কথা জানায় তারা।

বিপিএলের আগামী আসরকে সামনে রেখে তোড়জোড় শুরু হয়ে গেছে এখন থেকেই। বেশ কিছুদিন আগে রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে দলে ভিড়িয়ে চমকে দেয় সবাইকে। তামিম ইকবাল নাম লেখান ফরচুন বরিশালে।


বিপিএলের এবারের মৌসুমের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকেও রিটেইন করেছে বরিশাল। রিয়াদের সঙ্গে দলটিতে দেশি ক্রিকেটার হিসেবে রিটেইন করা হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং ওপেনার এনামুল হক বিজয়কে।


পিছিয়ে নেই সিলেট স্ট্রাইকার্সও। তারা বিপিএলের আগামী আসরের জন্য চার ক্রিকেটারকে রিটেইন করেছে। অধিনায়ক মাশরাফির সঙ্গে এবারও সিলেটের জার্সি গায়ে খেলবেন নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব ও জাকির হাসান।

এর বাইরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগামী আসরকে সামনে রেখে শুভাগত হোম, জিয়া উর রহমান ও নিহাদুজ্জামানকে রিটেইন করেছে। দলটি এখনও আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।

এদিকে বিপিএলের নিয়ম অনুযায়ী ড্রাফটের আগে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করার সুযোগ থাকছে দলগুলোর। এই সুযোগে বিশ্বের বড় বড় তারকাদের দলে ভেড়াতে শুরু করেছে রংপুর রাইডার্স। ইতোমধ্যে পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরানকে দলে টেনেছে রংপুর।

রংপুরের মতো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও নিজেদের দল গোছাতে শুরু করেছে। যেখানে বিদেশি হিসেবে পাকিস্তানের মোহাম্মদ হারিসের সঙ্গে তারা দলে নিয়েছে নাজিবউল্লাহ জাদরান।

 

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

আর্কাইভ

বিজ্ঞাপন