promotional_ad

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্যই ওয়ানডে ছেড়েছেন ডি কক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মত বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই যেন টাকার ঝনঝনানি। যেখানে স্বল্প সময়ে বেশি টাকা আয়ের সুযোগে থাকে ক্রিকেটারদের। এমন সুযোগ হাত ছাড়া করতে চান না ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, জিমি নিশামরা এমন সুযোগ নিতে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সাউথ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক।


কিছুদিন আগেই এই প্রোটিয়া ব্যাটার ওয়ানডেকে বিদায় জানানোর ঘোষণা দেন। পরিকল্পনা অনুযায়ী ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন ডি কক। যদিও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন তিনি। এর আগে ২০২১ সালে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছিলেন ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক।


promotional_ad

২০১৩ সালে ওয়ানডে অভিষেকের পর থেকে সাউথ আফ্রিকা ক্রিকেটের উজ্জ্বল এক নাম ডি কক। এই সংস্করণে ১৪৪ ম্যাচে ৪৪.৮৮ গড়ে ছয় হাজার ১৪৯ রান করেছেন তিনি। ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত সাউথ আফ্রিকার অধিনায়কও ছিলেন তিনি। তবে এতো আগেভাগেই ওয়ানডেকে বিদায় জানানোর কারণটা যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। সেটা অনেকটা অকপটেই স্বীকার করেছেন এই উইকেটরক্ষক।


ডি কক বলেন, 'আমার এই (অবসরের) সিদ্ধান্তের উপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রভাবকে অস্বীকার করব না। আমি মূলত নিজের আনুগত্য বজায় রাখার চেষ্টা করি। আমি মনে করি নিজের প্রোটিয়া ব্যাজকে সত্যিই বেশ ভালোভাবে উপস্থাপন করেছি। কিন্ত টি-টোয়েন্টিতে প্রচুর অর্থ রয়েছে। ছেলেরা সেটা পেতে চায় এবং যে কোনো মানুষ সেটাই চাবে।'


অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য পাঁচ বছর আগেই ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটকে বিদায় জানাতে চেয়েছিলেন ডি কক। তবে ব্যাট এবং গ্লাভস হাতে দারুণ ছন্দে ছিলেন বলে প্রোটিয়াদের হয়ে খেলা চালিয়ে গেছেন। কিন্ত এখন নিজের পারফরম্যান্স হ্রাস পাচ্ছে বলে মনে করেন তিনি। তাই সংক্ষিপ্ত সংস্করণে আরও মনোযোগী হতে ডি ককের এমন সিদ্ধান্ত।


ডি কক আরও বলেন, 'আমি মনেহয় আরও পাঁচ বছর আগেই এমন সিদ্ধান্ত নিতাম। যখন থেকে এটি (পুরোদমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট) শুরু হয়েছিল। কিন্ত এখন যেহেতু আমি ক্যারিয়ারের শেষ দিকে এসেছি। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সবশেষ নিজের ক্যারিয়ার বিদায় জানিয়ে এক বছরের বিরতি নিবো। এরপর ফিরে যাবো (স্বাভাবিক জীবনযাপন) স্বাভাবিক সমাজে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball