Connect with us

অস্ট্রেলিয়া ক্রিকেট

হেডের চোট নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

হাতে চোট পাওয়ায় বিশ্বকাপের শুরুর দিকের কয়েকটি ম্যাচ মিস করতে পারেনি ট্রাভিস হেড। এমনকি পুরো বিশ্বকাপও মিস করতে পারেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। তার ইনজুরি নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া দল।

অ্যারন ফিঞ্চের অবসরের পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেয়ার দায়িত্ব নিয়েছেন হেড। ওপেনিংয়ে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ইনজুরিতে পড়েন হেড।


ব্যক্তিগত ৯ রানে ব্যাটিং করার সময় জেরাল্ড কোয়েতজের বল হেডের বাম হাতের গ্লাভসে লাগে। এরপর অবশ্য প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং শুরু করেন হেড। কিন্তু মাত্র তিন বল পরই তীব্র ব্যথা নিয়ে রিটায়ার্ড হার্ট হন তিনি। পরে এক্স-রে'র মাধ্যমে জানা যায়, হেডের হাতে চিড় ধরা পড়ার কথা।


তার ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘এটি নিশ্চিত যে তাঁর হাতে চিড় ধরা পড়েছে। হেডের সেরে উঠতে কত দিন লাগবে তা এখনই বলা কঠিন। আমি কোনো চিকিৎসক নই। তবে মনে হচ্ছে, তর্জনীর একটু ওপরের দিকে লেগেছে।’

‘আমি সঠিক পরিভাষা জানি না। কিন্তু এটা নিশ্চিত যে চিড় ধরেছে। তাঁর আগামীকাল (আজ) আরও কিছু স্ক্যান করা হবে। তারপরই বিষয়টি পরিষ্কার হবে।’

গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত হেড ৬০.৮৪ গড় এবং ১১৯.৮৪ স্ট্রাইক রেটে মোট ৭৯১ রান করেছেন। পরিসংখ্যান অনুযায়ী শুধু অস্ট্রেলিয়ারই নয়, ফর্মের বিচারে এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ওপেনার তিনি। বিশ্বকাপের আগে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ সেপ্টেম্বর। এরপর বিশ্বকাপে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের প্রতিপক্ষও ভারত।

 

সর্বশেষ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

মেয়েদের আইপিএলে দল পেলেন না মারুফা-রাবেয়া

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ক্যাম্ফারকে মারতে যাওয়ায় ২ ম্যাচ নিষিদ্ধ রাজা

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের যুবাদের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

প্রথম বহরে ১৪ জনকে নিয়ে রাতে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘টেস্টে উন্নতি করতে আসিনি, জিততে এসেছি’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

‘যখনই কাউকে শাস্তি দিয়েছি, দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে’

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

৭১ টিভির বিরুদ্ধে মুশফিকের লিগ্যাল নোটিশ

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

সাউথ আফ্রিকায় ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

৯ ডিসেম্বর, শনিবার, ২০২৩

ভারত সিরিজে আবারও ধাক্কা খেল সাউথ আফ্রিকা

আর্কাইভ