Connect with us

এশিয়া কাপ

এই ৫ উইকেটের কথা আজীবন মনে থাকবে কুলদিপের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের বিপক্ষে অসাধারণ বোলিং করে ভারতকে সহজেই জিতিয়ে দিয়েছেন কুলদিপ যাদব। বাবর আজমদের দলের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন এই লেগ-স্পিনার। ম্যাচ শেষে কুলদিপ জানালেন, এমন অবিস্মরণীয় ঘটনা আজীবন মনে থাকবে তার।

এদিন মাত্র আট ওভার বোলিং করেছেন কুলদিপ। কোনও মেইডেন আদায় করতে না পারলেও মাত্র ২৫ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন কুলদিপ। ফখর জামান, ইফতিখার আহমেদ, শাদাব খানদের দাঁড়াতেই দেননি তিনি।


তার এমন পারফরম্যান্সে মাত্র ১২৮ রানে অলআউট হয় পাকিস্তান। উপমহাদেশের মাটিতে পাকিস্তানের মতো ভালো স্পিন খেলুড়ে দলের বিপক্ষে মন পারফরম্যান্স অনুপ্রেরণা যোগাচ্ছে কুলদিপকে।


তিনি বলেন, 'যখন আমি অবসরে যাব, আমি সবসময় মনে রাখব যে পাকিস্তানের বিপক্ষে আমি পাঁচ উইকেট নিয়েছি। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। কেননা পাকিস্তান স্পিন খুব ভালো খেলে। উপমহাদেশে যদি আপনি এমন কোনো দলের বিপক্ষে ভালো খেলেন, যারা স্পিনে ভালো তাহলে সেটা আপনাকে অনুপ্রেরণা যোগাবে।'

মূলত বোলিং অ্যাকশনে পরিবর্তন এনে সফল হয়েছেন কুলদিপ। বেঙ্গালুরুতে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে তিন মাস অনুশীলন করে নতুন অ্যাকশন রপ্ত করেন তিনি।

কুলদিপ আরও বলেন, 'আমি আমার জিপ, নিপ বা ড্রিফট নষ্ট করতে চাইনি। অপারেশনের পর তিন মাসের জন্য আমি এনসিএ'তে যাই এবং সেখানে ফিজিও আশিস কৌশিক আমাকে বলেন হাঁটুর ওপর চাপ কমানোর জন্য। এরপর আমি আমার ছন্দ বাড়ানো নিয়ে কাজ করতে থাকি।'

সর্বশেষ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

জিম্বাবুয়েকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডা

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নেতৃত্বভার পেয়ে কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে মাসুদ

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

হাঁটুর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনে স্টোকস

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

রঙিন পোশাকের ক্রিকেট থেকে বিরতিতে কোহলি

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নেতৃত্বের অভিষেকে শান্তর সেঞ্চুরি, বাংলাদেশের প্রথম

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

উইলিয়ামসনদের অনেক কিছু শিখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এশিয়া কাপের ক্ষতিপূরণ চায় পাকিস্তান

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

এখনই লিড নিয়ে ভাবছে না নিউজিল্যান্ড

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

কঠিন দিনে সেঞ্চুরি পেয়ে খুশি উইলিয়ামসন

২৯ নভেম্বর, বুধবার, ২০২৩

মাগুরায় আমার ক্রিকেটের শুরু, রাজনীতির শুরুও এখানেই: সাকিব

আর্কাইভ