Connect with us

এশিয়া কাপ

মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন সাকিব


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি খেলেই ঢাকায় ফিরেছেন মুশফিকুর রহিম। সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে তার ঢাকায় ফেরার বিষয়টি আগেই ঠিক করা ছিল। এবার জানা গেল, তার সঙ্গে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসানও।

এশিয়া কাপ থেকে ইতোমধ্যেই বাদ পড়ে গেছে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ১৫ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভারত। এর আগে ১৩ সেপ্টেম্বর সাকিব–মুশফিক দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।


শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর কোচ চন্ডিকা হাথুরুসিংহে তিনদিনের ছুটি দিয়েছেন। আগামী তিন দিন অনুশীলন বাধ্যতামূলক নয় বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য। কেবল হোটেলে যার যার মতো জিম-সুইমিং করবেন ক্রিকেটাররা।


তবে যাদের চোট আছে, তারা প্রয়োজনীয় চিকিৎসা এবং পুনর্বাসনের করবেন। আর কেউ যদি অনুশীলনের কথা ভাবেন, তাহলে সেটা করারও সবুজ সংকেত দেয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

হাথুরুসিংহের নিজেরও অবশ্য পরিকল্পনা আছে এই সময়টায় পুরোপুরি ব্যক্তিগতভাবেই কিছু খেলোয়াড়ের সঙ্গে তিনি আলোচনা করবেন। বিশেষ করে যারা লাগাতার অফ-ফর্মে আছেন, তাদের কাছ থেকে তিনি সমস্যা জানার চেষ্টা করবেন। সমাধানের পথও বাতলে দেবেন।

এদিকে মুশফিকের দেশে ফেরার কারণ জানা গেলেও, সাকিব কেন ফিরলেন সেটা অনেকটাই অস্পষ্ট। জানা গেছে, সাকিবের পরিবারও বর্তমানে ঢাকায় অবস্থান করছে। হয়ত পরিবারকে সময় দেয়ার কথা ভেবেই দেশে ফিরেছেন তিনি।

সর্বশেষ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

বাবরকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লায়ন

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

লেগ স্পিনার ‘গড়ে তোলার’ লক্ষ্যেই স্কোয়াডে রিশাদ

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

সৌম্যকে দলে নেয়ার কারণ জানালেন বাশার

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টেস্ট খেলার আশা ছাড়েননি ম্যাক্সওয়েল

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ালো ডমিনিকা

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডাওরিচের আচমকা অবসর

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

তাইজুলের চতুর্থ শিকার জেমিসন, ৭ উইকেট নেই কিউইদের

১ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

ফিরলেন স্যামসন, ওয়ানডে দল থেকে বাদ সূর্যকুমার

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

‘শান্ত ভালো লিডার, নেতৃত্বের ভেতরের জিনিসগুলো বুঝে’

৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে সৌম্য, নতুন মুখ রিশাদ-রাকিবুল

আর্কাইভ