এশিয়া কাপ

আজও শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না লিটনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:05 সোমবার, 28 আগস্ট, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

এশিয়া কাপে অংশ নিতে গতকালই শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ দল। যদিও জ্বরের কারণে দলের সঙ্গে যাননি লিটন দাস। জানা গেছে, আজও শ্রীলঙ্কা যাবেন না বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। যদিও আজ তার শ্রীলঙ্কা রওনা দেয়ার কথা ছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে ব্যাক-আপ স্কোয়াড থেকে কাউকে পাঠানো হবে কিনা এ নিয়ে আজ আলোচনায় বসবেন নির্বাচককরা। কারণ ভাইরাস জ্বরে আক্রান্ত লিটনকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা!

আর তাই ব্যাক আপ স্কোয়াড থেকে সাইফ হাসান ধরতে পারেন শ্রীলঙ্কার বিমান। অবশ্য সূত্রটি আরও জানিয়েছে, এরই মাঝে যদি সুস্থ হয়ে ওঠেন লিটন, সেক্ষেত্রে সাইফকে পাঠানোর পরিকল্পনা থেকে সরে আসতে পারে তারা।

ব্যাক আপ ক্রিকেটার পাঠানো হবে কিনা এই ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'লিটন কিছুটা সুস্থ হয়েছে, আজ সে যাচ্ছে না। আশা করি সে প্রথম ম্যাচ থেকেই খেলবে। আপাতত ব্যাক আপ স্কোয়াড থেকে কাউকে পাঠানোর ভাবনায় নেই আমরা।'

গতকাল জানা যায়, লিটনের জ্বর আসলে ডেঙ্গু পরীক্ষা করান তিনি। যদিও ডেঙ্গুর রিপোর্ট নেগেটিভ আসে। তবে শরীর এখনও সুস্থ হয়নি বাংলাদেশের এই ওপেনারের।

প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষাও করিয়েছেন লিটন। তবে সবকিছুর রিপোর্টই ছিল ইতিবাচক। যার কারণে তাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করছে না বিসিবি। তবে প্রথম ম্যাচে লিটনের খেলা নিয়ে শঙ্কা রয়েই গেছে।

আগামী ৩১ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। শ্রীলঙ্কা পৌঁছে গতকাল বিরতি দিয়ে আজই অনুশীলনে নামবে সাকিব আল হাসানের দল।