বিগ ব্যাশ

১০ বছর পর সিডনি সিক্সার্স ছেড়ে রেনেগেডসে লায়ন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:30 শুক্রবার, 04 আগস্ট, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্টে দলের প্রতি দায়বদ্ধতা থাকায় বিগ ব্যাশে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি নাথান লায়নের। তবুও ডানহাতি এই অফ স্পিনারের ঘর হয়ে উঠেছিল সিডনি সিক্সার্স। এক দশক পর সিডনি ছাড়লেন লায়ন। সিডনি ছেড়ে তিন বছরের জন্য মেলবোর্ন রেনেগেডসে যোগ দিয়েছেন তিনি।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে বিগ ব্যাশে অভিষেক হয় লায়নের। এরপর সিক্সার্সে যোগ দেন অভিজ্ঞ এই অফ স্পিনার। ডিসেম্বর জানুয়ারিতে বেশিরভাগ সময়ই ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে হয় অস্ট্রেলিয়াকে। শেন ওয়ার্নের পর টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা স্পিনার লায়ন।

সদ্য শেষ হওয়া অ্যাশেজে চোটের কারণে বাদ পড়ার আগে টানা ১০ বছর একাধারে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন তিনি। ডিসেম্বর-জানুয়ারিতে টেস্ট দলের সঙ্গে থাকায় বিগ ব্যাশে এখন পর্যন্ত মাত্র ৩৮ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২১.৫০ গড় এবং ৭.১৮ ইকনোমি রেটে ৪৪ ‍উইকেট নিয়েছেন।

সিক্সার্সের হয়ে পাঁচ উইকেট নেয়া তিনজনের একজন লায়ন। বাকি দুজন হলেন শন অ্যাবট এবং বেন ডারউইশ। বিগ ব্যাশের পঞ্চম আসের হোবার্ট হারিকেনসের বিপক্ষে ২৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন এদিকে রেনেগেডসে যোগ দিতে পেরে রোমাঞ্চিত তিনি।

লায়ন বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের অংশ হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। মারভেল স্টেডিয়াম এমন একটি জায়গা যেখানে আমি বোলিং করতে উপভোগ করি। জ্যাম্পসের (অ্যাডাম জাম্পা) সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি এবং জুটি গড়ে রেনেগেডসের সমর্থকদের আনন্দ দিতে চাই।’

রেনেগেডসের হয়ে খেলেন অ্যারন ফিঞ্চ, নিক ম্যাডিনসন, শন মার্শ, জাম্পা এবং কেইন রিচার্ডসন। যাদের সঙ্গে জাতীয় দলের হয়ে খেলেছেন লায়ন। পুরনো সতীর্থদের সঙ্গে খেলার জন্যই রেনেগেডসে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে লায়ন বলেন, ‘আমার বেশ কয়েকজন ভালো বন্ধু আছে যারা মেলবোর্ন রেনেগেডসের অংশ। আমার এখানে আসার অন্যতম একটা কারণ। এখানে সিনিয়র খেলোয়াড়দের বেশ ভালো একটা গ্রুপ আছে যাদের সঙ্গে আমি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট খেলেছি। এখানে আপনি ভালো তরুণদের পাবেন। আমার চোখে এটা শক্তিশালী স্কোয়াড।’