এলপিএল

এলপিএলে ডাম্বুলার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:34 সোমবার, 24 জুলাই, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বর্তমানে জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি–টেনে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন তাসকিন আহমেদ। এর মাঝে এসেছে আরও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব। শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের এই পেসার।

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব পাওয়ার বিষয়টি জানিয়েছেন তাসকিন। তবে তাসকিনকে এলপিএলে খেলার অনুমতি দেয়া হবে কিনা সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এবারের এলপিএল। এই সময়ে বাংলাদেশ দলের কোনো খেলাি নেই। যদিও এশিয়া কাপ এবং বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

মূলত জিম আফ্রো টি–টেনে অসাধারণ খেলার কারণেই এলপিএলে প্রস্তাব পেয়েছেন তাসকিন। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই গতি তারকা। একই সঙ্গে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি।

এই বছরের শুরুর ভাগে কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়েও খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। যদিও সেই সময় জাতীয় দলের ম্যাচ থাকায় খেলতে যেতে পারেননি তিনি। গত বছর পিএসএল এবং আইপিএলে খেলারও প্রস্তাব পেয়েছিলেন তিনি।

কিন্তু জাতীয় দলের ব্যস্ততা থাকায় মুলতান সুলতানের হয়ে পিএসএল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসও তাকে দলে ভেড়াতে চেয়েছিল। জাতীয় দলের ম্যাচ থাকায় সেখানেও চুক্তিবদ্ধ হননি তাসকিন।