আইপিএল

মুস্তাফিজকে ভরসা করতে পারছেন না বরুণ, দিলেন পরামর্শ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:47 রবিবার, 28 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বেশ খরুচে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ৫১ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন তিনি। শেষ ওভারে ১৭ রান ডিফেন্ড করতে পারেননি বাঁহাতি এই পেসার। ফলে ম্যাচ হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে।

রবিবার চেন্নাই মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। এবারের আসরে রীতিমতো রান বন্যা বইয়ে দিয়েছে হায়দরাবাদ। বেশ কয়েকটি ম্যাচে তিনশ ছুঁই ছুঁই সংগ্রহ দাঁড় করিয়েছিল। এবার চেন্নাই তাদের কীভাবে থামাবে সেটাই দেখার বিষয়।

সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে চেন্নাইয়ের একাদশে মুস্তাফিজের জায়গা হবে কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এরই মধ্যে ক্রিকইনফোর ম্যাচ প্রিভিউ অনুষ্ঠানে সাবেক ভারতীয় ক্রিকেটার বরুণ অরুণ জানিয়েছেন মুস্তাফিজের শুধু স্লোয়ারের ওপর ভরসা করলে চলবে না।

তাকে ইয়র্কারও চেষ্টা করার পরামর্শ দিয়েছেন সাবেক এই ভারতীয় পেসার। বিশেষ করে ডানহাতি ব্যাটারদের কাছে মুস্তাফিজের বোলিং খুবই অনুমানসাপেক্ষ বলে মনে করেন তিনি। তারা এই বাঁহাতি পেসারের স্লোয়ারের অপেক্ষায় থাকেন। তাই মাথিশা পাথিরানার ওপর ভরসা করলেও মুস্তাফিজকে এতটা ভরসা করতে পারছেন না তিনি।

বরুণ বলেন, 'আপনি পাথিরানার ওপর ভরসা করতে পারেন। কিন্তু ফিজ দুই-তিন ম্যাচ ম্যাচে বেশ খরুচে বোলিং করেছে। তাই তাকে নিয়ে ভাবতে হবে। তাকে ভাবতে হবে কোন কৌশল কাজে লাগবে। ব্যাটসম্যান অপেক্ষায় থাকে সে স্লোয়ার বল করবে বিশেষ করে ডানহাতি ব্যাটারকে।'

এবারের আইপিএলে বেশ ভালোই পারফরম্যান্স করেছেন মুস্তাফিজ। ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। সামনেই বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজ। ফলে এই সপ্তাহেই দেশে ফিরতে হচ্ছে তাকে। ফলে চেন্নাইয়ের হয়ে আর দুটি ম্যাচে খেলার সুযোগ পাবেন তিনি। হায়দরাবাদের বিপক্ষে মুস্তাফিজ সুযোগ পেলে তাকে ভিন্ন কিছু করার পরামর্শ দিয়েছেন বরুণ।

মুস্তাফিজকে পরামর্শ দিয়ে তিনি বলেন, 'তাকে বোলিংয়ে পরিবর্তন আনতে হবে। ইয়র্কারও করতে হবে। চেন্নাইয়ের তৃতীয় যে বোলার হবে তাকে এগিয়ে আসতে হবে। বলতে হবে যে আজকে আমি এটা করব। তৃতীয় যে পেসার কাছে সে ১৫ বা ১৪ রান খরচ করছে ওভারে। আজকে দল ইউনিট হিসেবে বোলিং করতে হবে।'