বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বাংলাদেশে খেলা যেকোনো দলের জন্যই কঠিন: ট্রট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:25 মঙ্গলবার, 13 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বুধবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে আফগানিস্তান। আসন্ন এই টেস্টে নেই রশিদ খানের মতো তারকা। তবুও খুব বেশি ভাবতে নারাজ দলটির প্রধান কোচ জোনাথন ট্রট। তিনি মনে করেন সামনের ব্যস্ত সূচিকে সামনে রেখে রশিদের বিশ্রামটাও জরুরী।

আফগানিস্তান দীর্ঘ ২৭ মাস পর টেস্ট খেলতে নামছে। গত বছরের মার্চে তারা জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছিল। তাই নির্দিষ্ট কোনো ব্র্যান্ড অব ক্রিকেট তৈরি হয়নি বলে জানালেন ট্রট। সেই সংস্কৃতিটা এবার থেকে ধীরে ধীরে তৈরি করতে চান তিনি।

এ প্রসঙ্গে আফগান কোচ বলেন, 'কোনো দল আগ্রাসী ক্রিকেট খেলে, কেউ রক্ষণাত্মক। কোন দল, কোন খেলোয়াড় কীভাবে খেলছে এসবের ওপর নির্ভর করে। ২৭ মাস পর আমরা টেস্ট খেলব। তাই কোন ব্র্যান্ডের ক্রিকেট আমরা খেলব, সেটা নতুন করে গড়ে তুলতে হবে।'

রশিদের বিশ্রাম নিয়ে ট্রট বলেন, 'রশিদের মতো অভিজ্ঞ একজন না থাকাটা আমাদের জন্য কঠিন ব্যাপার। তাকে অবশ্যই মিস করব। তবে সামনে অনেক খেলা আছে, এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে। বিশ্রামও তাই জরুরী।'

টেস্ট আঙিনায় বাংলাদেশও এক সময় নতুন ছিল। এখন নিয়মিতই বড় দলগুলোর বিপক্ষে টেস্টে ভালো খেলছে টাইগাররা। জয়ও পাচ্ছে অনেক সময়। টেস্টে উন্নতির জন্য বাংলাদেশের এই অগ্রগতিকেই রোল মডেল মানছেন আফগান কোচ।

তার ভাষ্য, 'বাংলাদেশ একসময় নবীন ছিল, এখন টেস্ট দলগুলোকে হারাচ্ছে। এই লক্ষ্য থাকা জরুরী। আমাদের টেস্ট ক্রিকেটাররা এই ফরম্যাটকেই সবচেয়ে বেশি পছন্দ করে। দলে এমন অনেকে আছে যারা সাদা বলে খেলেনি। আন্তর্জাতিক ক্রিকেট তাদের জন্য নতুন। ব্যাপারটা চ্যালেঞ্জিং, তবে কোচিং প্যানেলের জন্য রোমাঞ্চকর। বাংলাদেশে খেলা যেকোনো দলের জন্যই কঠিন।'

বাংলাদেশ বেশিরভাগ সময় ঘরের মাঠে স্পিন বান্ধব উইকেটে খেলে থাকে। তবে এবার আফগানদের জন্য অপেক্ষা করছে সবুজ ঘাসের উইকেট। ফলে বোঝাই যাচ্ছে নিজেদের পেস আক্রমণ নিয়ে আফগানিস্তানকে চ্যালেঞ্জ জানাতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের সেই আক্রমণ প্রতিহত করতে আফগানরা তৈরি বলেই জানালেন ট্রট।

তিনি বলেন, 'হোম টিম তো এডভান্টেজ পাবেই। তার মানে এই নয় তারা আমাদের চেয়ে ভালো খেলবে। আমরা বাংলাদেশে টেস্ট খেলার ব্যাপারে রোমাঞ্চিত। আমরা নিজেদের সেরাটাই চেষ্টা করব। সবাই টেস্টের জন্য প্রস্তুত, এটা নিশ্চিত করা আমাদের কাজ।'