ওয়াসিম আকরাম

‘ইংল্যান্ডের ড্রেসিং রুমে তালা মেরে সবাইকে টাইমড আউট করে দাও’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:17 শুক্রবার, 10 নভেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

জেলেরা নৌকা নিয়ে প্রায়শই সাগরে মাছ ধরতে যান। কখনও কখনও এমন হয় চারিপাশে কোনো নৌকা নেই মাঝ সাগরে তারা একাই কেবল মাছ ধরছেন। নৌকা থেকে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই কেবল পানি আর পানি। অথৈ সাগরে কেবল আপনার নৌকাই। প্রলয় হলে সেখান থেকে বেঁচে ফেরার কোনো সম্ভাবনাই যেন নেই। পাকিস্তানের অবস্থাটা ঠিক সেই মাঝ সমুদ্রের নৌকার মতো।

বাবর আজম যেন সেই নৌকার প্রধান মাঝি। ২০২৩বিশ্বকাপ জয়ের স্বপ্ন, আশা এখন ধুলিসাৎ হয়ে গেছে পাকিস্তানের। সেমিফাইনালে উঠতে পাকিস্তানকে যে সমীকরণ টপকাতে হবে সেটা একেবারেই অসম্ভব। নিউজিল্যান্ডের বড় সময়ে রীতিমতো কঠিন সমীকরণের মাঝ সমুদ্রে পড়ে গেছেন বাবররা।

১০ পয়েন্ট নিয়ে চারে থাকা নিউজিল্যান্ডের নেট রান রেট +০.৭৪৩। এদিকে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা পাকিস্তানের নেট রান রেট +০.০৩৬। ইংল্যান্ডকে শুধু হারালেই হবে না সেরা চার নিশ্চিত করতে টপকাতে হবে নিউজিল্যান্ডের নেট রান রেটও। কিউইদের টপকে যেতে পাকিস্তানকে যা করতে হবে সেটা বোধহয় কেবল কাগজে কলমেই সম্ভব।

কলকাতায় পাকিস্তান আগে ব্যাটিং করলে ইংল্যান্ডকে অন্তত ২৮৭ রানে হারাতে হবে। পরে ব্যাটিং করলে সমীকরণটা আরও কঠিন তাদের জন্য। ইংল্যান্ডকে ৫০ রানের মাঝে অল আউট করে জিততে হবে ২ ওভারের মাঝে। সেটা যে অসম্ভব সেটা না বললেই চলে। এমন সমীকরণ মিলিয়ে সেমিফাইনালে যেতে বাবরদের অভিনব এক পন্থার কথা বলেছেন ওয়াসিম আকরাম।

বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের ‘এ’ স্পোর্টসের প্যাভিলিয়ন নামক অনুষ্ঠানে বিশ্লেষক হিসেবে কাজ করছেন ওয়াসিম আকরাম। যেখানে তার সঙ্গে আছেন মিসবাহ উল হক, শোয়েব মালিক এবং মঈন খান। অনুষ্ঠানটির সঞ্চালক হিসেবে আছেন ফখরে আলম। অনুষ্ঠান শুরুর আগে মজার ছলে পাকিস্তানের সেমিফাইনালে উঠার উপায় বাতলে দেন ওয়াসিম।

শো চলাকালীন পাকিস্তানের কিংবদিন্ত সাবেক পেসারের সেটি মনে না থাকলেও তা স্মরণ করিয়ে দিয়েছেন সঞ্চালক ফখরে আলম। পর্দার পেছনের গল্প জানাতে গিয়ে ফখরে আলম বলেন, ‘আগে ব্যাটিং করে পাকিস্তান ব্যাটিং করে যা স্কোর করার করুক। তারপর ইংল্যান্ডের ড্রেসিং রুমের বাইরে থেকে তালা মেরে সবাইকে ২০ মিনিট আটকে রাখুক। এতক্ষণ আটকে রাখতে পারলে তারা সবাই টাইমড আউট হবে এবং পাকিস্তান ম্যাচ জিতে যাবে। আইডিয়াটা কাজে দেবে না, এমন না।’

পাশে থেকে মিসবাহ ওয়াসিমের দিকে তাকিয়ে বাবরদের জন্য কাজটা আরও সহজ করে দিয়েছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘আপনি এত কঠিন বুদ্ধি দিয়েছেন কেন? ম্যাচের শুরুতেই ইংল্যান্ডের ড্রেসিং রুমে তালা মেরে দিলেই তো শেষ।’

শুধু এবারই নয় ২০১৯ বিশ্বকাপেও কঠিন সমীকরণের সামনে পড়তে হয়েছিল পাকিস্তানকে। সেবার বাংলাদেশকে ৯৪ রানে হারালেও শেষ পর্যন্ত কঠিন সমীকরণ মেলাতে না পারায় সেমিফাইনালে যাওয়া হয়নি তাদের। ফলে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে আরও অপেক্ষা বাড়ল বাবরদের।