Connect with us

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

মিরপুরে অনুশীলনে সাকিব


প্রকাশ

:

ছবি : ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আঙুলের চোটে আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। সেড়ে উঠতে প্রায় ৬ সপ্তাহ সময় লাগলেও দেশে ফিরে ফিটনেস নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার এসেছেন মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

এদিন সকাল ৯টা থেকে শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। আনুমানিক সাড়ে ৯টা বাজে মাঠে প্রবেশ করেন সাকিব। শুরুতে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলাপ করেন এরপর চলে যান সহকারী কোচ নিক পোথাসের কাছে। যেখানে এই কোচ ক্রিকেটারদের শর্ট ক্যাচিং অনুশীলন করাচ্ছিলেন।


মুশফিকুর রহিমের পেছনে দাড়িয়ে এই অনুশীলন খানিকটা সময় দেখেন সাকিব। এরপর নতুন ডাক পাওয়া মুশফিক হাসানের সঙ্গে খানিকক্ষণ আলাপ করে অনুশীলন শুরু করে দেন এই অলরাউন্ডার। এই মুহূর্তে মূল মাঠে ট্রেইনারকে নিয়ে রানিং করছেন সাকিব।


আয়ারল্যান্ড সিরিজ শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যান সাকিব। সেখান থেকে মঙ্গলবার বাংলাদেশে আসেন তিনি। এসেছিলেন মিরপুর স্টেডিয়ামেও। মূলত চোটের সবশেষ অবস্থা জানতে এক্স-রে রিপোর্ট নিয়ে মিরপুরে হাজির হন তিনি।

সে সময় দলকে নিয়ে ইনডোরে অনুশীলন চালাচ্ছিলেন হাথুরুসিংহে। প্রধান কোচের সঙ্গে দেখাও করেন সাকিব। যদিও মিনিট তিনেকের বেশি সময় চলেনি তাদের কথাবার্তা। এরপর গাড়ি নিয়ে মিরপুর ছাড়েন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

সবশেষ আয়ারল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান এই টাইগার অলরাউন্ডার। যে কারণে তৃতীয় ও শেষ ম্যাচে খেলা হয়নি তার। 

এদিকে টেস্টে না থাকলেও টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলার কথা রয়েছেন সাকিবের। ঈদের পর তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলতে আবারও বাংলাদেশে আসবে আফগানিস্তান। আর বাংলাদেশে কাজ শেষে আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন সাকিব, ফিরবেন ঈদের পর।

সর্বশেষ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এ নিয়ে তিনটি বিশ্বকাপে খেলিনি, অভ্যাস হয়ে গেছে: চাহাল

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এটাই আমার শেষ বিশ্বকাপ: অশ্বিন

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপে পাঁচ পেসারের দিকে চোখ থাকবে স্টেইনের

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তারার মেলা

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

‘দেশের সম্মানটা যেন বজায় থাকে’, বাংলাদেশ দলের উদ্দেশে প্রধানমন্ত্রী

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

তামিম-মুশফিকদের গড় ৪০ এর নিচে, সমালোচনায় আকাশ চোপড়া

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন না যুবরাজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বাংলাদেশ সেমিফাইনাল খেললে সেটা ‘মিরাকেল’ হবে: আকাশ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

প্যাভিলিয়ন এন্ডের নাম বদলে ‘স্টুয়ার্ট ব্রড এন্ড’ রাখল ট্রেন্ট ব্রিজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

ফিরেই উইলিয়ামসনের ফিফটি, ৩৪৫ রান করেও হারল পাকিস্তান

আর্কাইভ

বিজ্ঞাপন