আইসিসির র‍্যাঙ্কিং

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:50 বুধবার, 07 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ছয় উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। এই পারফরম্যান্সে বোলারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ের বেশ কিছুদিন পর সেরা দশে আবারও ফিরলেন ইংল্যান্ডের এই পেসার।

৩৬ বছর বয়সী এই পেসার আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিং করেছেন মাত্র ৩১.২ ওভার। প্রথম ইনিংসে ৫১ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৬২ রান খরচায় নেন এক উইকেট।

আর ইংল্যান্ডের ম্যাচ জয়ে এমন পারফরম্যান্সে ৭৪৪ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে দশম স্থানে উন্নীত হয়েছেন ব্রড। আগে থেকেই সেরা দশে থাকা বাকি দুই ইংলিশ পেসার হলেন জেমস অ্যান্ডারসন (দ্বিতীয়) এবং অলি রবিনসন (সপ্তম)।

একই টেস্টে অসাধারণ এক ডাবল সেঞ্চুরি হাঁকান অলি পোপ। দুর্দান্ত সেই ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন এই ব্যাটার।

ম্যাচটিতে সেঞ্চুরি পেয়েছিলেন বেন ডাকেটও। অসাধারণ সেই সেঞ্চুরিতে আট ধাপ উন্নীত হয়েছেন তিনিও। তার বর্তমান অবস্থান ৩৪-এ। এই টেস্টে হাফ সেঞ্চুরি পেয়েছেন আয়ারল্যান্ডের অ্যান্ডি ম্যাকব্রাইন এবং মার্ক অ্যাডায়ারও।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই দুজনেরও। অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে ২৮ ধাপ এগিয়েছেন তিনি। অপরাজিত ৮৮ রানে অ্যাডায়ার উন্নীত হয়েছেন ৩২ ধাপ।