Connect with us

আইসিসির র‍্যাঙ্কিং

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে ফিরলেন ব্রড


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ছয় উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। এই পারফরম্যান্সে বোলারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ের বেশ কিছুদিন পর সেরা দশে আবারও ফিরলেন ইংল্যান্ডের এই পেসার।

৩৬ বছর বয়সী এই পেসার আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিং করেছেন মাত্র ৩১.২ ওভার। প্রথম ইনিংসে ৫১ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৬২ রান খরচায় নেন এক উইকেট।


আর ইংল্যান্ডের ম্যাচ জয়ে এমন পারফরম্যান্সে ৭৪৪ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে দশম স্থানে উন্নীত হয়েছেন ব্রড। আগে থেকেই সেরা দশে থাকা বাকি দুই ইংলিশ পেসার হলেন জেমস অ্যান্ডারসন (দ্বিতীয়) এবং অলি রবিনসন (সপ্তম)।


একই টেস্টে অসাধারণ এক ডাবল সেঞ্চুরি হাঁকান অলি পোপ। দুর্দান্ত সেই ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠে এসেছেন এই ব্যাটার।

ম্যাচটিতে সেঞ্চুরি পেয়েছিলেন বেন ডাকেটও। অসাধারণ সেই সেঞ্চুরিতে আট ধাপ উন্নীত হয়েছেন তিনিও। তার বর্তমান অবস্থান ৩৪-এ। এই টেস্টে হাফ সেঞ্চুরি পেয়েছেন আয়ারল্যান্ডের অ্যান্ডি ম্যাকব্রাইন এবং মার্ক অ্যাডায়ারও।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই দুজনেরও। অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে ২৮ ধাপ এগিয়েছেন তিনি। অপরাজিত ৮৮ রানে অ্যাডায়ার উন্নীত হয়েছেন ৩২ ধাপ।

সর্বশেষ

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

২ অক্টোবর, সোমবার, ২০২৩

সেরা তিনের একজন হবেন কোহলি, বিশ্বাস ডি ভিলিয়ার্সের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

আর্কাইভ

বিজ্ঞাপন