Connect with us

বাংলাদেশ - আফগানিস্তান সিরিজ

রশিদকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টেস্ট দল


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৯ সালে একমাত্র টেস্টে ১১ উইকেট নিয়ে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছিলেন রশিদ খান। সবশেষ জিম্বাবুয়ে সফরে আফগানিস্তানকে জেতানোর কাণ্ডারিও ছিলেন অভিজ্ঞ এই লেগ স্পিনার। তবে রশিদকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। 

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে রাখা হয়নি তাকে। তবে কি কারণে রশিদকে রাখা হয়নি তা নিশ্চিত করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শুধু রশিদ নয়, বাংলাদেশের বিপক্ষে খেলা সেই টেস্ট দলের স্পিনার মুজিব উর রহমানকেও রাখেনি তারা। 


স্পিনে আফগানদের ভরসা আমির হামজা হোতাক, ইজারুল্লাহক নাভিদ ও জাহির খান। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ৩ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন এখনও অভিষেক না হওয়া লেগ স্পিনার ইজারুল্লাহ। পেস বোলিংয়ে ইয়ামিন আহমাদজাইয়ের সঙ্গে করিম জানাত, নিসাম মাসৌদ এবং ইব্রাহিম আব্দুল রাহিমজাই।


ব্যাটিংয়ে অভিজ্ঞ হাসমতউল্লাহ শাহিদী, রহমত শাহ, আফসার জাজাই, ইব্রাহিম জাদরানদের সঙ্গী বাশির শাহ। প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ব্যাটিং করার সুবাদে আফগানদের টেস্ট দলে জায়গা মিলেছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন অবদি ৩৩ ম্যাচ খেলেছেন বাশির। 

যেখানে ৬৫.২০ গড়ে ২ হাজার ৮০৪ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ১১ হাফ সেঞ্চুরির সঙ্গে ৯টি সেঞ্চুরিও রয়েছে তার। তার মাঝে একটি অপরাজিত ৩০৩ রানের ইনিংসও খেলেছেন বাশির। মিডল অর্ডারে রয়েছেন অলরাউন্ডার নাসির জামাল। প্রথম শ্রেণির ক্রিকেটে বাজিমাত করা আব্দুল মালিকও আছেন স্কোয়াডে। 

রিজার্ভ ক্রিকেটার হিসেবে রয়েছেন জিয়া উর রহমান আকবর, নুর আলী জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমদ শিরজাদ। টেস্ট খেলতে আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানিস্তান। ১৪-১৮ ‍জুন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে একমাত্র টেস্ট। 

আফগানিস্তানের টেস্ট দল: হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জাহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসৌদ।

রিজার্ভ: জিয়া উর রহমান আকবর, নুর আলী জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমদ শিরজাদ।

সর্বশেষ

২ অক্টোবর, সোমবার, ২০২৩

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস জিতল বাংলাদেশ

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

২ অক্টোবর, সোমবার, ২০২৩

সেরা তিনের একজন হবেন কোহলি, বিশ্বাস ডি ভিলিয়ার্সের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

আর্কাইভ

বিজ্ঞাপন