Connect with us

ওয়েস্ট ইন্ডিজ - আফগানিস্তান সিরিজ

কিং-চার্লসের ঝড়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

জনসন চার্লস ও ব্রেন্ডন কিংয়ের ঝড়ের পর ওয়েস্ট ইন্ডিজের রান তোলার গতি থামান জাহর আহমেদ-আফজাল খানরা। তবুও চার্লস ও কিংয়ের হাফ সেঞ্চুরিতে ৩০৬ রান তোলে ক্যারিবীয়রা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। শেষ দিকে আলী নাসেরের ৫৭ আর বাসিল হামিদের ৪৯ রানের ইনিংস কেবল তাদের হারের ব্যবধান কমিয়েছে। সংযুক্ত আরব আমিরাতকে ৭৮ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো সফরকারীরা।

শারজাহতে জয়ের জন্য ৩০৭ রান তাড়া করতে নেমে চতুর্থ ওভারেই উইকেট হারায় আরব আমিরাত। আকিম জর্ডানের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে থাকা শাই হোপকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুহাম্মদ ওয়াসিম। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন মাত্র ৬ রানে। আরেক ওপেনার আরিয়াশ শর্মা বিদায় নিয়েছেন ২০ রানের ইনিংস খেলে।


চারে নামা লাভারপ্রিত সিংকে ইনিংস বড় করতে দেননি কাভিম হজ। বাঁহাতি এই স্পিনারের স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৬ রান করা এই ব্যাটার। ২২ বল খেললেও ৪ রানের বেশি করতে পারেননি পাঁচে নামা আসিফ খান। এরপর অবশ্য ৮০ রানের জুটি গড়ে তোলেন বাসিল ও নাসের।


লম্বা সময় টিকে থাকলেও হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি বাসিলের। রোস্টন চেজের বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েছেন ৪৯ রান করা এই ব্যাটার। তবে ৫০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন নাসের। যদিও হজকে উইকেট দিয়ে সাজঘরে ফিরেছেন ৫৭ রান করা এই ব্যাটার। এরপর আর কেউই সেভাবে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২২৮ রান তোলে আরব আমিরাত।

এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন কিং ও চার্লস। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেছেন ১২৯ রান। হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারই। চার্লস ৩৩ বলে আর কিং পঞ্চাশ ছুঁয়েছেন ৫২ বলে। চার্লস ৬৩ আর কিং ৬৪ রানে ফিরলে দ্রুত বেশ কয়েকটি উইকেট হারায় সফরকারীরা।

কেচি কার্টার ৩২, হজ ২৬ এবং ওডিন স্মিথের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। সংযুক্ত আরব আমিরাতের বোলারদের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩০৬ রানে থামায় স্বাগতিকরা। আরব আমিরাতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন জাহর। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন নাসের, সঞ্চিত শর্মা এবং আফজাল।

সর্বশেষ

২ অক্টোবর, সোমবার, ২০২৩

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস জিতল বাংলাদেশ

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

২ অক্টোবর, সোমবার, ২০২৩

সেরা তিনের একজন হবেন কোহলি, বিশ্বাস ডি ভিলিয়ার্সের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

আর্কাইভ

বিজ্ঞাপন