Connect with us

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

লায়নের চোখে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই বিশ্বকাপ ফাইনাল


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সাদা বলের ক্রিকেটে অনেকদিন খেলেন না নাথান লায়ন। সর্বশেষ অস্ট্রেলিয়ার রঙিন জার্সিতে তাকে দেখা গিয়েছিল ২০১৯ বিশ্বকাপে। এরপর থেকে লাল বলের ক্রিকেটের মনোযোগী অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই স্পিনার।

২০১৯ বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বাদ পড়ে স্বপ্নভঙ্গ হয়েছিল অস্ট্রেলিয়ার। এবার সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এটাকেই বিশ্বকাপ ফাইনাল ভেবে মাঠে নামতে চলেছে অস্ট্রেলিয়া। রোহিত শর্মার দলকে হারিয়ে টেস্ট শ্রেষ্ঠত্ব নিজেদের কাছে রেখে দেয়ার ইচ্ছের কথা জানিয়েছেন লায়ন।


তিনি বলেন, 'আমার কাছে এটাই বিশ্বকাপ ফাইনাল। ২০১৯ সালের বিশ্বকাপ দলের অংশ হিসেবে বলতে পারি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি। স্বপ্নটা তাই ছুটে গিয়েছিল। এবার আশা করি স্বপ্ন পূরণ হবে।'


টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে দারুণ ধারাবাহিক পারফরম্যান্স করেছে অস্ট্রেলিয়া। শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে প্যাট কামিন্সের দল। এই সাফল্যের পেছনে দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফদের বড় ভূমিকা দেখছেন লায়ন।

তিনি বলেন, 'খেলোয়াড়, কোচ সবাই যেমন মানসিকতায়  বিভিন্ন রকম পরিস্থিতিতে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও ঘরের মাঠে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে তাতে পুরো দল নিয়ে আমি খুশি ও গর্বিত।'

টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালের পর অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ৬ ম্যাচে ১৮ উইকেট পেলেই ইতিহাস গড়বেন লায়ন। ইতিহাসের অষ্টম বোলার হিসেবে ৫০০ টেস্ট উইকেটের মাইলফলকে নাম লেখাবেন তিনি।

নিজের এই মাইলফলকের সামনে দারুণ রোমাঞ্চিত লায়ন। নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, 'এটা দারুণ ব্যাপার যখন আপনি অল্প কিছু নামের মধ্যে নিজেকে দেখবেন যারা কিনা টেস্টে ৫০০ উইকেট নিতে পেরেছে। যদিও আমি নিজেকে এরকম আলোচনায় রাখতে চাই না। আমি এখনো মনে করি আমার মধ্যে যথেষ্ট ক্রিকেট অবশিষ্ট আছে। সামনের বছরগুলোতে আরও বড় লক্ষ্য আছে।'

সর্বশেষ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপ চলাকালে অবসর নিয়ে ভাবতে নারাজ বাটলার

১ অক্টোবর, রবিবার, ২০২৩

এভাবে বোলিং করলে পাকিস্তানকে ৪০০ করতে বলছেন রমিজ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

আর্কাইভ

বিজ্ঞাপন