Connect with us

অ্যাশেজ

শুরুর আগেই অ্যাশেজ শেষ লিচের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৮ সালে টেস্ট অভিষেকের পর থেকেই ইংল্যান্ডের বোলিং আক্রমণের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন জ্যাক লিচ। গত পাঁচ বছরে ৩৫ ম্যাচে নিয়েছেন ১২৪ উইকেট। বেন স্টোকস নেতৃত্ব নেয়ার পর ইংল্যান্ডের খেলা ১৫ ম্যাচেই তিনি একাদশে ছিলেন।

যদিও তাকে ছাড়াই এবার অ্যাশেজ মিশনে মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডকে। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে মহাগুরুত্বপূর্ণ এই সিরিজ থেকে ছিটকে গেছেন এই স্পিনার। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে এই চোটে পড়েছিলেন তিনি। 


এরপর স্ক্যান করানো হলে জানা যায় তার ফ্র্যাকচার ধরা পড়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে জয়ের ম্যাচে ৪ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লিচ। তার মতো অভিজ্ঞ এক স্পিনারকে হারিয়ে অ্যাশেজের আগে নিশ্চিতভাবেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড।


ইসিবি এক বিবৃতিতে বলেছে, ‘সমারসেটের ৩১ বছর বয়সী বাঁহাতি স্পিনার শনিবারে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের ম্যাচে পিঠে কিছুটা ব্যথার উপসর্গ অনুভব করেছিল। লন্ডনে রবিবারের একটি স্ক্যান করার পর তার স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে। এর ফলে আসন্ন অ্যাশেজ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। ইংল্যান্ড যথাসময়ে অ্যাশেজ সিরিজের জন্য তার বিকল্প ঘোষণা করবে।'

গত শনিবার অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করে ইংল্যান্ডে। সেখানে ছিলেন লিচও। অভিজ্ঞ এই স্পিনার না থাকায় বিকল্প স্পিনারের খোঁজ করতে হবে ইংল্যান্ডকে।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে লিচের বিকল্প হওয়ার দৌড়ে আছেন তিন স্পিনার রেহান আহমেদ, উইল জ্যাকস ও লিয়াম লিভিংস্টোন। এর বাইরে আলোচনায় আছেন ডম বেস ও লিয়াম ডসনও।

সর্বশেষ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপ চলাকালে অবসর নিয়ে ভাবতে নারাজ বাটলার

১ অক্টোবর, রবিবার, ২০২৩

এভাবে বোলিং করলে পাকিস্তানকে ৪০০ করতে বলছেন রমিজ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

আর্কাইভ

বিজ্ঞাপন