আইপিএল

রোহিতের স্থিরতায় মুগ্ধ গ্রিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:31 রবিবার, 04 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য সমাপ্ত আসরে রোহিত শর্মার অধীনে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন ক্যামেরন গ্রিন। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেই রোহিতের ভারতের বিপক্ষেই মাঠে নামতে হচ্ছে তার।

আইপিএলে দারুণ সময় কেটেছে গ্রিনের। মুম্বাইয়ের প্লে অফ জায়গা করে নেয়ার পেছনে বড় অবদান রয়েছে গ্রিনের। আসর জুড়ে ১৬ ম্যাচে ৪৫২ রান করেছেন। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ৬টি উইকেটও। তার নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি।

এমন পারফরম্যান্সের পর রোহিতকে কৃতিত্ব দিয়েছেন গ্রিন। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার মনে করেন তার কাঁধে হাত রেখে পারফরম্যান্স আদায় করে নিয়েছেন রোহিত। লম্বা সময় ধরেই রোহিত মুম্বাইয়ের অধিনায়ক। তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছেন বলে জানিয়েছেন গ্রিন।

অধিনায়কের প্রশংসা করে তিনি বলেন, 'তার মাঝে যে স্থিরতা আছে সেটা খুবই দৃশ্যমান। সে অবশ্যই এক দশক ধরে কাজটা করছে। তার সঙ্গে থাকা এবং এরকম পরিস্থিতিতে কথা বলা ছিল দারুণ অভিজ্ঞতা।'

মাঠে নামার আগেই গ্রিনকে তার ভূমিকার কথা জানিয়ে দেয়া হয়েছিল গ্রিনকে। তাকে বলা হয়েছিল আগ্রাসী ব্যাটিং করতে। স্পিন এবং পেসের বিপক্ষে সমান চড়াও হওয়া। নিজের সেই দায়িত্ব বেশ ভালোভাবেই সামলেছেন গ্রিন।

নিজের ভূমিকার কথা জানিয়ে তিনি বলেন, 'আমার ভূমিকা ছিল আগ্রাসী ক্রিকেট খেলা। যেভাবে সাফল্য পাওয়া যায় সেদিকে যাওয়া। স্পিন হোক বে পেসবান্ধব হোক মেরে খেলা। বোলার বাছাই করে আক্রমণ করা।'