Connect with us

অস্ট্রেলিয়া ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ৩ ম্যাচের সিরিজ চান ওয়ার্নার


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

শুধুমাত্র ফাইনাল ম্যাচটি জিতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তকমা জিতবে কোনও দল, এমনটা পছন্দ হচ্ছে না ডেভিড ওয়ার্নারের। আর তাই পরবর্তী সময় থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট দলের মধ্যে তিন ম্যাচের সিরিজ চান অস্ট্রেলিয়ার এই ওপেনার।

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আগেই খেলেছেন ওয়ার্নার। জিতেছেন শিরোপাও। এবার প্রথমবারের মতো নামবেন টেস্ট ফরম্যাটে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। ৭ জুন ফাইনালের আগে রোমাঞ্চ অনুভব করছেন ওয়ার্নার। যদিও নিরপেক্ষ ভেন্যুতে দুই ফাইনালিস্টের তিন ম্যাচের সিরিজ চান ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।


অস্ট্রেলিয়ার এই ওপেনার বলেন, 'এটি (টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা) দারুণ। আমি সমালোচনা করতে চাই না। তবে আমি মনে করি, এটি তিন ম্যাচের সিরিজ হওয়া উচিত। দুই বছর ভালো ক্রিকেট খেলার পর নিরপেক্ষ ভেন্যুতে একটি দলের বিপক্ষে খেলতে হয়। আমরা আগেও এখানে খেলেছি। কিন্তু এই ম্যাচের প্রতিপক্ষ তারা (ইংল্যান্ড) নয়।'


'দুইটি সেরা দলের জন্য এটি দারুণ পুরস্কার। বিদেশের মাটিতে দুইটি বিশ্বমানের বোলিং আক্রমণ ডিউক বল হাতে নিয়ে বোলিং করবে। এটি দুর্দান্ত এবং আমরা এজন্য রোমাঞ্চিত।'

টেস্ট ক্রিকেটে কয়েক বছর ধরেই ভালো ফর্মে নেই ওয়ার্নার। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজের স্কোয়াডে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনারকে। গত বছর টেস্টে একটি ডাবল সেঞ্চুরি ছিল ওয়ার্নারের।

সেটি ছাড়া ২০২০ সালের জানুয়ারির পর থেকে লাল বলের ক্রিকেটে আর কোনও সেঞ্চুরি নেই ওয়ার্নারের। এই সময়টায় সাদা বলের ক্রিকেটে দাপিয়ে বেড়ালেও টেস্টে তেমন কোনও দারুণ ইনিংসও খেলতে পারেননি ওয়ার্নার। সবশেষ ৩২ ইনিংসে ২৯.৪৮ গড়ে তার সংগ্রহ ৯১৪ রান। যদিও ফাইনালের আগে নিজের ছন্দ ফিরে পেয়েছেন বলে দাবি করছেন ওয়ার্নার।

তিনি আরও বলেন, '২০১৩ সালের কথা মনে আছে আমার। নেটে ব্যাটিংয়ের সময় মিচেল স্টার্ক ও অন্যান্য বোলারদের বিপক্ষে বারবার বোল্ড হওয়া নিয়ে মিডিয়ায় আমাকে তুলোধুনো করা হতো। এটি আমার কাছে অদ্ভুত লাগত। কারণ আমি তখন নেটে সম্ভবত সবচেয়ে বাজে ছিলাম।'

'তবে এখানে (নেটে) আমি আসলে দারুণ আছি। যেভাবে আমার পা নড়ছে, নিজের মধ্যে শক্তি অনুভব করছি। আমি সবসময় সামনের দিকে আছি। খুব সম্ভবত নেটে আমি যে কোনো সময়ের চেয়ে ভালো ব্যাটিং করছি।'

ইংল্যান্ডে ৭ জুন ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি খেলে আগামী ১৬ জুন অ্যাশেজ সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। আগামী গ্রীষ্মের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

সর্বশেষ

২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

আফগানিস্তান সিরিজ হারের দায় পুরোপুরি তামিমের, বলছেন সাকিব

২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বিশ্বকাপে অক্ষরের বদলি অশ্বিন

২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

সাকিব-তামিম ইস্যুতে তৃতীয় পক্ষকে খুঁজে বের করতে বলছেন মাশরাফি

২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বিশ্বকাপের আগে সাকিব-তামিমের এমন করা উচিত হয়নি: হার্শা

২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

ছিটকে গেলেন অ্যাগার, বিশ্বকাপে ল্যাবুশেন

২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

‘বিশ্বাস ছাড়া মানুষের পক্ষে কিছু করা সম্ভব না’, দলকে সাকিবের বার্তা

২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বিশ্বকাপের প্রস্ততি ম্যাচের আগেই বাড়ি ফিরছেন বাভুমা

২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

মুক্তি পেলেন গুনাথিলাকা

২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নাসিমের চোটে পিসিবির দায় দেখছেন মইন

২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

অস্ট্রেলিয়া সিরিজের প্রতিদ্বন্দ্বিতা প্রস্তুতি ম্যাচে পাওয়া কঠিন: দ্রাবিড়

আর্কাইভ

বিজ্ঞাপন