Connect with us

অ্যাশেজ সিরিজ

প্রথম দুই অ্যাশেজ টেস্টের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে হুট করেই ইংল্যান্ড দলে ডাক পেয়েছিলেন জশ টাং। এবার অ্যাশেজের জন্য ইংল্যান্ডের ঘোষিত প্রথম দুই টেস্টের দলেও রয়েছেন ডানহাতি এই পেসার। আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে থাকা সবাই আছেন প্রথম দুই টেস্টের দলে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময় কুঁচকির চোটে পড়েছিলেন জেমস অ্যান্ডারসন। আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোয়াডে থাকলেও বোলিং করার মতো অবস্থা না থাকায় তাকে একাদশে রাখা হয়নি। এদিকে আরেক পেসার ওলি রবিনসনও একাদশে ছিলেন না।


গোঁড়ালির চোটের কারণেই স্কোয়াডে থাকলেও আইরিশদের বিপক্ষে খেলা হয়নি তার। তবে অ্যাশেজের শুরু থেকেই তাদের পাওয়ার আশা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা দুজন না থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে ডাকা হয়েছিল টাংকে। 


প্রথম ইনিংসে ১৩ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন ডানহাতি এই পেসার। তবে দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের টপ অর্ডারকে একাই গুঁড়িয়ে দিয়েছেন টাং। নিজের প্রথম ১৫ ওভারে চারটি উইকেট নিয়েছেন তিনি। 

এমন পারফরম্যান্সের পর অ্যাশেজ সিরিজেও ডাক পড়েছে ২৫ বছর বয়সি এই পেসারের। এদিকে টানা দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন উইকেটকিপার ব্যাটার বেন ফোকস। অ্যাশেজেও উইকেটকিপিং করবেন চোট কাটিয়ে লম্বা সময় পর দলে ফেরা জনি বেয়ারস্টো। 

আগামী ১৩ জুন এজবাস্টনে শুরু হবে অ্যাশেজের জন্য অনুশীলন। ১৬ জুন মাঠে গড়াবে এবারের অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে। ২৮ জুন থেকে লর্ডসে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাকি ম্যাচগুলো হবে হেডিংলি, ম্যানচেস্টার এবং ওভালে।

প্রথম দুই টেস্টের জন্য ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস এবং মার্ক উড।

সর্বশেষ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপ চলাকালে অবসর নিয়ে ভাবতে নারাজ বাটলার

১ অক্টোবর, রবিবার, ২০২৩

এভাবে বোলিং করলে পাকিস্তানকে ৪০০ করতে বলছেন রমিজ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

আর্কাইভ

বিজ্ঞাপন