টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

পেছনে তাকাতে চান না রাহানে, শুরু করতে চান নতুন করে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:46 শনিবার, 03 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ফর্ম হারিয়ে জাতীয় দল থেকে প্রায় হারিয়েই গিয়েছিলেন আজিঙ্কা রাহানে। এক সময় অনেকে ধরেই নিয়েছিলেন রাহানের ভারত ক্যারিয়ার শেষ। তবে সবার ধারণাকে মিথ্যে প্রমাণ করে ১৮ মাস পর টেস্ট দলে ফিরেছেন ভারতীয় এই ব্যাটার।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের অপেক্ষায় আছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য সমাপ্ত আসরে ফর্মের তুঙ্গে ছিলেন রাহানে। ব্যাট হাতে ১৪ ম্যাচে ৩২.৬০ গড়ে ৩২৬ রান করেছেন তিনি। ব্যাট হাতে আছে দুটি হাফ সেঞ্চুরিও।

আইপিএলে খেলার মাঝেই টেস্ট দলে ডাক পাওয়ার সুখবর পেয়েছিলেন রাহানে। তাই এই টুর্নামেন্ট চলাকালীন টেস্টের জন্য নিজেকে তৈরি করেছেন এই ভারতীয় ব্যাটার। মাঠে নামার আগে পুরোনো কথা ভেবে সময় নষ্ট করতে চান না রাহানে। তিনি নতুন করে শুরু করতে চান।

এ প্রসঙ্গে রাহানে বলেছেন, 'আমি প্রায় ১৮-১৯ মাস পর দলে ফিরে এসেছি। এখন ভালো বা খারাপ যাই হোক না কেন আমি পুরোনো কোনো কথা মনে করতে চাই না। আমি এখন সবকিছুই নতুনভাবে শুরু করতে চাই। এ ছাড়া আমার যা যা করা দরকার আমি তাই করব। আমি আইপিএলে ব্যক্তিগতভাবে চেন্নাইয়ের হয়ে খেলাটা উপভোগ করেছি। কারণ এর আগের মৌসুমেও আইপিএলে ভালো ব্যাটিং করেছি। আমার ঘরোয়া মৌসুম খুবই ভালো ছিল। নিজের সেরাটা দিয়ে গিয়েছি। তাই ভারতীয় দলে ফিরে আসা আমার কাছে একটা আবেগপূর্ণ বিষয়।'

২০২০-২১ মৌসুমে রাহানের নেতৃত্বেই বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিল ভারত। এরপর তাকেই ভারতের ভবিষ্যৎ অধিনায়ক ধরা হয়েছিল। কিন্তু সেই সিরিজের পর নিজের ফর্ম ধরে রাখতে পারেননি রাহানে। যদিও রঞ্জি ট্রফির সর্বশেষ মৌসুমে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন রাহানে। সেটাকেই আদর্শ মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামতে চান রাহানে।

সেই লক্ষ্যের কথা জানিয়ে এই ভারতীয় ব্যাটার বলেন, 'আমি যে মানসিকতা নিয়ে ব্যাট করি, তা নিয়েই ব্যাট করতে চাই। রঞ্জি ট্রফিতে খেলার সময় যেভাবে ব্যাটিং করেছিলাম তা দেখাতে চাই। আমি এখন টি-টোয়েন্টি বা টেস্ট ফরম্যাট নিয়ে ভাবতে চাই না। আমি এখন সবকিছুকেই সহজ ভাবে দেখতে চাই।'

কঠিন সময়ে পাশে থাকার জন্য পরিবার ও বন্ধুদের কৃতজ্ঞতা জানিয়েছেন রাহানে। তাদের ধন্যবাদ দিয়ে রাহানে বলেন, 'এটা সত্যি আমার কাছে একটা আবেগপূর্ণ মুহূর্ত। কারণ, যে সময় আমি বাদ পড়ি, সেই সময় আমার পরিবার ও বন্ধুরা আমার পাশে ছিল। ভারতীয় দলের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। ভারতীয় দলের খেলার জন্য আমি কঠোর পরিশ্রমও করেছি। তবে আবারও খেলার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।'