Connect with us

ভারতীয় ক্রিকেট

‘এখনই গিলকে শচিন ও কোহলির সঙ্গে তুলনা করা অনুচিত’


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন শুভমান গিল। অনেকে বিরাট কোহলির সঙ্গে তাকেও তুলনাও করেছেন। সবশেষ কয়েক মাসের পারফরম্যান্সে অনেকে গিলকে শচিন টেন্ডুলকারের সঙ্গেও তুলনা করে বসছেন। অনেকের ধারণা ভবিষ্যতে শচিন-কোহলিদের কাতারে যাবেন গিল। তবে এমন তুলনাকে অনুচিত বলছেন গ্যারি কারস্টেন।

বছরের শুরু থেকেই ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন গিল। বছরের শুরু থেকে এখন পর্যন্ত পুরো আলোটা নিজের করে নিয়েছেন তিনি। ১৫৭.৮০ স্ট্রাইক রেট এবং ৫৯.৩৩ গড়ে আইপিএলের এবারের মৌসুমে ৮৯০ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটেও সময়টা ভালো যাচ্ছে তার।


টি-টোয়েন্টিতে সেঞ্চুরি, ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্টেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। গিলের রানিং বিটুইন দ্য উইকেট, টেম্পারমেন্ট এবং দ্রুতই রান তোলার গতি বাড়াতে পারার দক্ষতায় মুগ্ধতা প্রকাশ করেছেন কপিল।


ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক জানান, আইপিএলের আরও একটি মৌসুম এভাবে খেলতে পারলে গিলকে শচিন ও কোহলির কাতারে রাখবেন। যদিও এখনই কোহলি ও শচিনের মতো গ্রেটদের সঙ্গে তুলনায় যেতে চান না কারস্টেন। তাদের সঙ্গে গিলের তুলনা করাকে অনুচিত মনে করেন তিনি।

ক্রিকবাজের সঙ্গে আলাপকালে কারস্টেন বলেন, ‘সে একজন তরুণ খেলোয়াড় যার কিনা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হওয়অর অসাধারণ দক্ষতা এবং সংকল্প আছে। এত দ্রুতই তাকে শচিন ও বিরাটের সঙ্গে তুলনা করাটা অনুচিত।’

কোহলি ও শচিনের সঙ্গে তুলনা না করলেও গিল যে বড় ক্রিকেটার হবেন সেটা নিয়ে সন্দেহ নেই কারস্টেনের। ভারতের তিন সংস্করণেই গিলকে নিয়ে আশাবাদী গুজরাট টাইটান্সের মেন্টর। টি-টোয়েন্টির দ্রুতগতির পরিবর্তনে এমন ক্রিকেটার এখন খুব বেশি যে পাওয়া যায় না সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

কারস্টেন বলেন, ‘আমার বিশ্বাস ভারতের হয়ে তিন সংস্করণেই খেলার মতো তার সক্ষমতা আছে। বর্তমান সময়ে আপনি এটা সচরাচর দেখতে পাবে না। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটের যেভাবে দ্রুত বিকাশ হচ্ছে বা অগ্রসর হচ্ছে।’

সর্বশেষ

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপে মিস করবেন শান্ত

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাখ্যা দিলেন নান্নু

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমের ‘চাইতেই পারো’ কিংবা সাকিবের ‘ঘরে সুখ নাই’

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

সাকিবের চাওয়াতে বিশ্বকাপে নেই নাফিস ইকবাল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

পাপনের ডাকে মিরপুরে মাশরাফি

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এক কোটি টাকা দিয়ে জামিন পেলেন সেনানায়েকে

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এভাবে বিশ্বকাপে খেলাটা ‘আদর্শ’ নয়, মানছেন উইলিয়ামসনও

আর্কাইভ

বিজ্ঞাপন