Connect with us

অস্ট্রেলিয়া ক্রিকেট

পাকিস্তান সিরিজেই টেস্ট থেকে অবসরে যাচ্ছেন ওয়ার্নার


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন গ্রীষ্মেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাবেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাদা পোশাকে নিজ ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চান অস্ট্রেলিয়ার এই ওপেনার।

টেস্ট ক্রিকেটে কয়েক বছর ধরেই ভালো ফর্মে নেই ওয়ার্নার। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজের স্কোয়াডে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনারকে। গত বছর টেস্টে একটি ডাবল সেঞ্চুরি ছিল ওয়ার্নারের।


সেটি ছাড়া ২০২০ সালের জানুয়ারির পর থেকে লাল বলের ক্রিকেটে আর কোনও সেঞ্চুরি নেই ওয়ার্নারের। এই সময়টায় সাদা বলের ক্রিকেটে দাপিয়ে বেড়ালেও টেস্টে তেমন কোনও দারুণ ইনিংসও খেলতে পারেননি ওয়ার্নার।


ফলে অ্যাশেজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। যদিও এসব সমালোচনার কারণেই অবসর ঘোষণা দিচ্ছেন না তিনি। সীমিত ওভারের ক্রিকেটে আগেই নিজের সরে দাঁড়ানোর সময় জানিয়েছিলেন ওয়ার্নার। এবার জানালেন টেস্ট থেকে সরে দাঁড়ানোর সময়সীমা।

ওয়ার্নার বলেন, 'আপনাকে রান করার মধ্যেই থাকতে হবে। আমি সবসময় বলে এসেছি ২০২৪ বিশ্বকাপেই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে। এমনটাই সম্ভবত নিজের এবং পরিবারের কাছে আমার পাওনা। আমি যদি এখানে রান করতে পারি এবং অস্ট্রেলিয়ায় ভালো খেলি, তাহলে আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আর খেলব না।'

'যদি এখানে ভালো খেলি (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজ) এবং পাকিস্তান সিরিজে খেলতে পারে, তাহলে অবশ্যই আমি সেখানে শেষ করব।'

২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে হওয়া অ্যাশেজেও তেমন কিছু করতে পারেননি ওয়ার্নার। সেবার পাঁচটি ম্যাচ খেলে ৯.৫০ গড়ে রান তুলেছেন তিনি। বিশেষ করে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের সামনে দাঁড়াতেই পারেননি তিনি।

এবারও ইংল্যান্ডের মাটিতেই অনুষ্ঠিত হবে অ্যাশেজ। ইংল্যান্ডে ৭ জুন ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি খেলে ১৬ জুন অ্যাশেজ সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। আগামী গ্রীষ্মের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

সর্বশেষ

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপে মিস করবেন শান্ত

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাখ্যা দিলেন নান্নু

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমের ‘চাইতেই পারো’ কিংবা সাকিবের ‘ঘরে সুখ নাই’

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

সাকিবের চাওয়াতে বিশ্বকাপে নেই নাফিস ইকবাল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

পাপনের ডাকে মিরপুরে মাশরাফি

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এক কোটি টাকা দিয়ে জামিন পেলেন সেনানায়েকে

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এভাবে বিশ্বকাপে খেলাটা ‘আদর্শ’ নয়, মানছেন উইলিয়ামসনও

আর্কাইভ

বিজ্ঞাপন