টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

শামিকে হুমকি মানছেন পন্টিং-গিলেস্পি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:35 শনিবার, 03 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন পরেই টেস্টের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারেন ভারতের পেসার মোহাম্মদ শামি। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

ফাইনালে জিততে রোহিত শর্মা এই পেসারের দিকেই তাকিয়ে থাকবেন বলে মনে করেন তিনি। অস্ট্রেলিয়া কিংবা ভারতের মাটিতে নতুন ও পুরোনো বলে সমান পারদর্শী শামি। যেকোনো মুহূর্তে এই পেসার ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে মনে করেন পন্টিং।

তার ভাষ্য, 'ভারত যদি এই ম্যাচ জিততে চায় তাহলে শামিকে এগিয়ে আসতে হবে অথবা চেষ্টা করতে হবে নিজের খেলাটাকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে হবে। আপনি যখন অস্ট্রেলিয়ার ব্যাটারদের নিয়ে কথা বলবেন, তারা জানে শামি নতুন এবং পুরোনো বলে কতটা ভালো, সেটা ভারত বা অস্ট্রেলিয়া যেখানেই হোক।'

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য সমাপ্ত আসরে গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শামি। হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও। টুর্নামেন্ট জুড়ে তিনি ৮.০৩ ইকোনোমিতে নিয়েছেন ২৮ উইকেট। 

লাল বলের ক্রিকেটেও ধারাবাহিক পারফর্মার শামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনও পর্যন্ত ১১টি টেস্ট খেলে ঝুলিতে নিয়েছেন ৪০ উইকেট। তার ক্যারিয়ার সেরা বোলিংটাও অস্ট্রেলিয়ার বিপক্ষেই। অজিদের বিপক্ষে একবার ৫৬ রান দিয়ে ৬ উইকেটও নিয়েছিলেন শামি।

ইংল্যান্ডের মাটিতেও সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেছেন শামি। ইংল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে ১৩ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার আরেক সাবেক ক্রিকেটার জেসন গিলেস্পিও শামিকেই হুমকি মনে করছেন। বিশেষ করে শামির সুইংয়ের দক্ষতায় মুগ্ধ তিনি। 

শামিকে নিয়ে গিলেস্পির ভাষ্য, 'শামি আমাকে বারবার মুগ্ধ করে। তার রানআপ আমার খুব ভালো লাগে। সে ভারতের হয়ে দুর্দান্ত কাজ করে চলেছে। সে যেভাবে বলের সিমকে কাজে লাগায় তা সত্যিই অসাধারণ। বল কে খুব সুন্দর ভাবে ছাড়েও। তার কব্জি এবং আঙুল বলের পিছনে থাকে এবং ডেলিভারি সম্পূর্ণ হওয়া পর্যন্ত তা একই জায়গায় থেকে যায়। সে বলকে সিমের সাহায্যে নড়াচড়া করার সুযোগ তৈরি করে দেয়। সে সঠিক কন্ডিশনে বল সুইং করাতে পারে।'