Connect with us

এশিয়া কাপ

এশিয়া কাপ আয়োজন করতে চেয়ে পাকিস্তান সিরিজ হাতছাড়া করছে শ্রীলঙ্কা!


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

এশিয়া কাপের জন্য পাকিস্তানের হাইব্রিড মডেলের প্রস্তাব মেনে নিতে রাজি নয় ভারত। এমন সংবাদ ভারতের গণমাধ্যমে আসার পরই এশিয়া কাপ আয়োজন করার আগ্রহ প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এবার প্রতিক্রিয়া দেখাল, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। আগামি মাসে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে যেতে রাজি নয় পিসিবিও।

ভারতের গণমাধ্যমে উঠে এসেছে এমনই এক সংবাদ। আগামি জুলাইতে শ্রীলঙ্কার মাটিতে দুটি টেস্ট খেলার কথা পাকিস্তানের। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই দুটি ম্যাচ খেলার পর পাকিস্তানকে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দেয় শ্রীলঙ্কা।


জিম্বাবুয়েতে বাছাইপর্ব শেষ করে যদি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কা, তাহলেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল তারা। এজন্য পিসিবিকে আগেভাগেই প্রস্তাব দিয়েছে এসএলসি।


বিশ্বকাপ বাছাইপর্ব এখনও শুরু হয়নি। এর মধ্যে ভারতের গণমাধ্যমের খবর, ওয়ানডে সিরিজ খেলার আগ্রহ শুরুতে দেখালেও পরে সেখান থেকে সরে দাঁড়িয়েছে পিসিবি। মূলত শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে চাওয়ায় নাখোশ হয়েই তারা এমনটা করেছে।

পিসিবির একটি সূত্রের বরাত দিয়ে ভারতের একটি গণমাধ্যম লিখেছে, 'দুই বোর্ডের সম্পর্ক আগের চেয়ে ভালো হচ্ছিলো। আর এমন সময়েই পাকিস্তান সামনের মাসে ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যেতে 'না' করে দিলো।'

'আগামি সেপ্টেম্বরে শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে চেয়েছে, যা পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটুও পছন্দ হয়নি। কেননা এই সময়ে এটা ঘরের মাঠে পাকিস্তানের আয়োজন করার কথা।'

মাসখানেক ধরেই জটিলতা চলছে এশিয়া কাপের ভেন্যু নিয়ে। সূচি অনুযায়ী অবশ্য পাকিস্তানেই এশিয়া কাপ হওয়ার কথা ছিল। যদিও রাজনৈতিক কারণে পাকিস্তানে যেতে আগ্রহ প্রকাশ করেনি বিসিসিআই।

এশিয়া কাপ বাদ দিয়ে পাঁচ দলের সিরিজ আয়োজনের প্রস্তাবও দেয় তারা। পিসিবিও অবশ্য ছেড়ে কথা বলেনি। ভারত তাদের মাটিতে এশিয়া কাপ না খেলতে আসলে ২০২৩ বিশ্বকাপ বর্জনের হুমকিও দিয়েছে তারা।

পরে অবশ্য হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে পিসিবি। এই মডেল অনুযায়ী পাকিস্তানেই আয়োজিত হবে এশিয়া কাপ। তবে ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। শুরুতে আগ্রহী হলেও, পরবর্তীতে 'হাইব্রিড মডেল' থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে ভারত।

সর্বশেষ

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপে মিস করবেন শান্ত

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাখ্যা দিলেন নান্নু

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমের ‘চাইতেই পারো’ কিংবা সাকিবের ‘ঘরে সুখ নাই’

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

সাকিবের চাওয়াতে বিশ্বকাপে নেই নাফিস ইকবাল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

পাপনের ডাকে মিরপুরে মাশরাফি

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এক কোটি টাকা দিয়ে জামিন পেলেন সেনানায়েকে

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এভাবে বিশ্বকাপে খেলাটা ‘আদর্শ’ নয়, মানছেন উইলিয়ামসনও

আর্কাইভ

বিজ্ঞাপন