Connect with us

বাংলাদেশ - নিউজিল্যান্ড সিরিজ

৫ বছর পর সিলেটে টেস্ট, প্রতিপক্ষ নিউজিল্যান্ড


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নান্দনিকতা আর সুযোগ-সুবিধার ঘাটতি ছিল না কখনই। তবুও মাঝের কয়েক বছরে সিলেটে দেখা মেলেনি সাকিব আল হাসান-তামিম ইকবালদের খেলা। গেল কয়েক মাসে ঘুচে গেছে স্থানীয় সমর্থকদের আক্ষেপ। ওয়ানডে এবং টি-টোয়েন্টির পর এবারও টেস্ট ক্রিকেটও ফিরছে সিলেটে।

চলতি বছরের শেষদিকে দুুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। যার একটি হবে সিলেটে। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল।


গত ৩১ মে সিলেট ভেন্যু পরিদর্শনে গিয়েছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) চার সদস্যের পরিদর্শক দল। যারা কিনা সেখানকার সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে আগামী সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।


২১, ২৩ এবং ২৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজটি। এরপর ওয়ানডে বিশ্বকাপ শেষে আবারও বাংলাদেশ সফর করবে তারা। ২১ নভেম্বর বাংলাদেশে পা রেখে সিলেটে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। ২৩-২৪ নভেম্বর হতে ম্যাচটি।

সেসময় বাংলাদেশে দুটি টেস্ট খেলবে কিউইরা। ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর সিলেটে হবে সিরিজের প্রথম টেস্ট। তাতে করে ৫ বছর পর সিলেটের মাঠে ফিরতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। সবশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে টেস্ট খেলেছিল বাংলাদেশ।

এরপর সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট হলেও খেলা হয়নি কোনো টেস্ট। রঙিন পোশাকেও যে খুব বেশি ম্যাচ খেলা হয়েছে সেটা বলার সুযোগ নেই। এখন পর্যন্ত সাতটি ওয়ানডে আর আটটি টি-টোয়েন্টি খেলা হয়েছে সিলেটের মাটিতে। এদিকে সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, ৬-১০ ডিসেম্বর। এরপর বাংলাদেশ ছাড়বে

সর্বশেষ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপ চলাকালে অবসর নিয়ে ভাবতে নারাজ বাটলার

১ অক্টোবর, রবিবার, ২০২৩

এভাবে বোলিং করলে পাকিস্তানকে ৪০০ করতে বলছেন রমিজ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

আর্কাইভ

বিজ্ঞাপন