Connect with us

বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

জয়ের সেঞ্চুরি ও ইয়াসিরের দৃঢ়তায় হার এড়াল বাংলাদেশ


প্রকাশ

:

ছবি : বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||

পুরো সিরিজ জুড়েই নিষ্প্রভ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিংয়ে মেলে ধরতে পারেননি জাকির হাসান-সাইফ হাসানরা। ব্যর্থতার বৃত্তে ছিলেন মাহমুদুল হাসান জয়ও। তবে শেষ ম্যাচের শেষ দিনে এসে দলকে হার থেকে বাঁচাতে ৭ ঘণ্টা লড়াই করলেন ডানহাতি এই ওপেনার, পেয়েছেন সেঞ্চুরির দেখাও। জয়ের সঙ্গে এদিন ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছেন ইয়াসির আলী রাব্বিও। তাদের দুজনের ব্যাটেই মূলত তৃতীয় টেস্টে হার এড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ম্যাচ হারায় সিরিজ খোয়াতে হলো স্বাগতিকদের।

সিলেটে আগের দিনের বিনা উইকেটে ৪৭ রান নিয়ে শেষ দিন সকালে ব্যাটিংয়ে নামেন জাকির ও জয়। তাদের দুজনের ব্যাটে সকালের শুরুটা ভালো করে বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে স্বাগতিকদের টেনে নিয়ে যেতে থাকেন বাংলাদেশের দুই ওপেনার। তাদের জুটির সেঞ্চুরির হওয়ার আগেই জাকিরকে ফেরান কেভিন সিনক্লেয়ার।


ডানহাতি এই অফ স্পিনারের লাফিয়ে উঠা বল আর টার্নে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন জাকির। বাঁহাতি এই ওপেনার এদিন আউট হয়েছেন ৯৫ বলে ৪৩ রানের ইনিংস খেলে। তিনে নেমে সুবিধা করতে পারেননি মুমিনুল হক। আফগানিস্তানের সিরিজের একমাত্র টেস্টের জন্য প্রস্তুতি নিতে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে খেলানো হয় তাকে।


যদিও প্রস্তুতিটা ঠিকঠাক হয়নি বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়কের। সিনক্লেয়ারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন বাঁহাতি এই ব্যাটার। প্রথম ইনিংসে ৫ রান করা মুমিনুল এবারও আউট হয়েছেন ৫ রানেই। চারে নেমে জয়কে বেশ ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন সাইফ।

সেই সঙ্গে খানিকটা ওয়ানডে মেজাজে রান তুলছিলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। দ্রুত রান তুলতে গিয়ে আকিম জর্ডানকে উইকেট দিয়েছেন ৪৯ বলে ৩৮ রান করা সাইফ। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন জর্ডানের বলে ম্যাক্যাসকির হাতে ক্যাচ দিয়ে। এদিকে ১১৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে খানিকটা স্বস্তি দিচ্ছিলেন জয়।

তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছিলেন ইয়াসির। যদিও ৭ রানের মাথায় জীবন পান ডানহাতি এই ব্যাটার। জীবন পেয়ে সেটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। মাত্র ৫৮ বলে করেছেন হাফ সেঞ্চুরি। যদিও শেষ পর্যন্ত সিনক্লেয়ারের বলের বোল্ড হতে হয়েছে ৬৭ রান করা ইয়াসিরকে।

ডানহাতি এই ব্যাটার ফিরলেও শেষ বিকেলে সেঞ্চুরি তুলে নেন জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে সেঞ্চুরি পেয়েছেন তিনি। ২২৩ বলে সেঞ্চুরি পাওয়া জয় শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১৪ রানে। আর তাকে সঙ্গ দেয়া শাহাদাত হোসেন দিপু করেছেন ২০ রান। বাংলাদেশ ৪ উইকেটে ৩০৬ রান করলে ম্যাচটি ড্র হয়।

সর্বশেষ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এ নিয়ে তিনটি বিশ্বকাপে খেলিনি, অভ্যাস হয়ে গেছে: চাহাল

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এটাই আমার শেষ বিশ্বকাপ: অশ্বিন

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপে পাঁচ পেসারের দিকে চোখ থাকবে স্টেইনের

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তারার মেলা

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

‘দেশের সম্মানটা যেন বজায় থাকে’, বাংলাদেশ দলের উদ্দেশে প্রধানমন্ত্রী

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

তামিম-মুশফিকদের গড় ৪০ এর নিচে, সমালোচনায় আকাশ চোপড়া

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন না যুবরাজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বাংলাদেশ সেমিফাইনাল খেললে সেটা ‘মিরাকেল’ হবে: আকাশ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

প্যাভিলিয়ন এন্ডের নাম বদলে ‘স্টুয়ার্ট ব্রড এন্ড’ রাখল ট্রেন্ট ব্রিজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

ফিরেই উইলিয়ামসনের ফিফটি, ৩৪৫ রান করেও হারল পাকিস্তান

আর্কাইভ

বিজ্ঞাপন