বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশ নারী দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ডুরান্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:51 বৃহস্পতিবার, 01 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইয়ান ডুরান্টকে। নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গে আগামী দুই বছর কাজ করবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লম্বা সময় ধরেই মেয়েদের ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা আছে ডুরান্টের। এক দশকের বেশি সময় ইংল্যান্ডের নারী ক্রিকেট দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন তিনি। এবার কাজ করবেন বাংলাদেশের মেয়েদের সঙ্গে। 

নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গে কাজ করতে ইতোমধ্যে ঢাকায় এসেছেন ডুরান্ট। বাংলাদেশের মেয়েদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। এ প্রসঙ্গে ডুরান্ট বলেন, ‘বাংলাদেশ নারী দলের সঙ্গে যুক্ত হতে আমি মুখিয়ে আছি।’

‘আমি নতুন চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছি এবং সবার সঙ্গে দেখা করতে আমার তর সইছে না। সামনে মেয়েদের ক্রিকেটে অনেক খেলা আছে। আমি তাদের সঙ্গে কাজ শুরুর অপেক্ষায় আছি।’

মেয়েদের খেলা বেড়ে যাওয়া সবকিছুই নতুনভাবে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। যার অংশ হিসেবেই আনা হয়েছে ডুরান্টকে। এর আগে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দিনুকা হেতিয়ারাচ্চিকে। 

নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন শ্রীলঙ্কার হাসান তিলকারত্নে। এদিকে পাইপলাইন শক্ত করতে মেয়েদের বয়সভিত্তিক পর্যায়ে যুক্ত করা হয়েছে দীপু রায় চৌধুরি ও ওয়াহিদুল গনির মতো অভিজ্ঞ কোচদের।