বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

চন্দরপলের দুর্দান্ত ব্যাটিং, বাংলাদেশের ম্যাচ বাঁচানোর লড়াই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:53 বৃহস্পতিবার, 01 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যান্ডারসন ফিলিপের ওভার শেষ হওয়ার পর উইকেটের কাছে গিয়ে ফটোমিটার দিয়ে আলোর ঔজ্বল্য পরিমাপ করে নিচ্ছিলেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। দিনের খেলা যে প্রায় শেষদিকে ছিল সেটা বুঝতে বাকি ছিল না। সময় খুব বেশি বাকি না থাকলেও বোলিংটা শুরু করলেন কেভিন সিনক্লেয়ার। ডানহাতি এই অফ স্পিনারের মাঝে বেশ কয়েকবারই ঘড়ি দেখছিলেন মাসুদুর রহমান। সিনক্লেয়ারের ওভারের দুই বল বাকি থাকতে দিনের খেলা শেষ ঘোষণা করেন দুই আম্পায়ার। মাসুদুর রহমান ও মোর্শেদ আলি খানের এমন সিদ্ধান্তে খুশি হতে পারছিলেন না জশুয়া ডি সিলভা।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের এমন অসন্তুষ্টির কারণটা অবশ্য স্পষ্ট। কারণ পুরো সিরিজেই বাজে ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটাররা। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মুমিনুল হক-ইয়াসির আলী রাব্বিরা ছিলেন আরও নিষ্প্রভ। দুঃস্বপ্নের সিরিজ কাটানোর পর শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে খানিকটা স্বস্তি নিয়ে ড্রেসিং রুমে ফিরলেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। বিনা উইকেটে ৪৭ রান নিয়ে শেষ করলেও শেষ দিনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। ৪৬১ রান তাড়া করে জেতার সম্ভাবনাটা একেবারে ক্ষীণ। তবে ম্যাচ বাঁচাতে পুরো দিন ব্যাট হাতে লড়াই করতে হবে ব্যাটারদের।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের এক নম্বর গ্রাউন্ডে জয়ের ৪৬১ রান তাড়া করতে নেমে শুরুটা একেবারে খারাপ করেনি বাংলাদেশ। ম্যাচ বাঁচাতে নেমে শেষ বিকেলে বেশ ভালো ব্যাটিংই করেছেন দুই ওপেনার জাকির ও জয়। দিনের খেলা শেষ হওয়ার আগে তারা দুজন তুলেছেন অবিচ্ছিন্ন ৪৭ রান। জয় ২৮ এবং জাকির ১৪ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন ম্যাচ বাঁচাতে ব্যাটিংয়ে নামবেন তারা দুজন।

এর আগে ২৪০ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ হয়েছেন কার্ক ম্যাকেঞ্জি। তাদের দুজনের ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাইফ হাসান। ডানহাতি এই অফ স্পিনারের বলে মিড উইকেট দিয়ে খেলতে চেয়েছিলেন ম্যাকেঞ্জি। শর্টে দাঁড়িয়ে জাকির দুর্দান্ত ক্যাচ নিলে ২০ রানে ফিরে যেতে হয় বাঁহাতি এই ব্যাটারকে। তিনে নেমে সুবিধা করতে পারেননি জ্যাক ম্যাক্যাসকি।

নাসুমের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি। ম্যাক্যাসকির ব্যাট থেকে এসেছে মোটে ২ রান। এরপর অবশ্য জুটি গড়ে তোলেন ত্যাগনারায়ন চন্দরপল ও অ্যালিক অ্যাথানাজ। তারা দুজনে মিলে যোগ করেন ৪৫ রান। ভালো শুরু করলেও অ্যাথানাজকে ইনিংস বড় করতে দেননি সাইফ। ডানহাতি এই স্পিনারের নিচু হওয়া ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ২৭ রানে বিদায় নেন।

অ্যাথানাজে বিদায় নিলেও ১১৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন চন্দরপল। প্রথম ইনিংসের মতো এবারও দারুণ এক জুটি গড়েন চন্দরপল ও ডি সিলভা। তাদের দুজনের জুটি থেকে ৬৯ রান। ডি সিলভাকে ৪৭ রানে বিদায় করে তাকে হাফ সেঞ্চুরি করতে দেননি নাসুম। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৮৩ রান করা চন্দরপল এবার অপরাজিত ছিলেন ৮৩ রানে। বাংলাদেশের হয়ে সাইফ তিনটি আর নাসুম দুটি উইকেট নিয়েছেন।

সকালে আগের দিনের ৭ উইকেটে ১৫৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন তানজিম হাসান সাকিব এবং নাসুম। দিনের শুরুতেই বিদায় নেন ১৭ রান করা তানজিম। তাকে বিদায় করেন ভেরাস্যামি পারমল। শরিফুল ইসলাম যোগ করেন ১৩ রান। নাসুমের ব্যাট থেকে এসেছে ৩৮ রানের ইনিংস। শেষ পর্যন্ত ২০৫ রানে অল আউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে পারমল তিনটি, অ্যান্ডারসন আর সিনক্লেয়ার নিয়েছেন দুটি উইকেট।