Connect with us

এশিয়া কাপ

পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এসিসি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। যদিও ভারতের আপত্তিতে পাকিস্তান থেকে সরে যেতে পারে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসর। ভারতের সুবিধার জন্য পিসিবি হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল।

ফলে ভারত তাদের ম্যাচগুলো অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলার সুযোগ পেত। যদিও এমন প্রস্তাব নাকচ করে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পাকিস্তানও নিজেদের মাটিতে এশিয়া কাপ আয়োজন করতে বদ্ধপরিকর।


তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় না। এমন অবস্থায় স্বাগতিক পাকিস্তানকে ছাড়াই এশিয়া কাপ আয়োজন করতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এমনটাই জানিয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।


অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এসিসি সভাপতি জয় শাহ সম্প্রতি জানিয়েছেন সদস্য দেশগুলো দুই দেশে এশিয়া কাপ খেলতে রাজি নয়। তারা যেকোনো একটি দেশে এশিয়া কাপ খেলতে চায়। নিরপেক্ষ ভেন্যু হিসেবে সবার আগ্রহের কেন্দ্রে রয়েছে শ্রীলঙ্কা।

টেলিগ্রাফের দাবি এরই মধ্যে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত পাকিস্তানকে জানিয়ে দেয়া হয়েছে। তারা রাজি হলে তাদের নিয়েই এশিয়া কাপ আয়োজন হবে। অন্যথায় স্বাগতিকদের বাদ দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের আসর বসবে।

এশিয়া কাপ ও ভারতের অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কদিন আগেই পাকিস্তান সফরে গিয়েছিলেন আইসিসির প্রধান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। সে সময় পিসিবির পক্ষ থেকে জানানো হয় বিশ্বকাপে তাদের যাওয়া না যাওয়া নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। অবশ্য এশিয়া কাপ নিয়ে তারা কিছু খোলাসা করেনি।

সর্বশেষ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপ চলাকালে অবসর নিয়ে ভাবতে নারাজ বাটলার

১ অক্টোবর, রবিবার, ২০২৩

এভাবে বোলিং করলে পাকিস্তানকে ৪০০ করতে বলছেন রমিজ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

আর্কাইভ

বিজ্ঞাপন