Connect with us

ভারতীয় ক্রিকেট

ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরামর্শক ল্যান্স ক্লুজনার


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের ক্রিকেটে যেকোনো অঙ্গরাজ্যই যথেষ্ট শক্তিশালী। তবে তেমন অবস্থান নেই ত্রিপুরার। এবার নিজেদের অবস্থান উপরে তুলতে উঠেপড়ে লেগেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এ কারণে ল্যান্স ক্লুজনারকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

সাউথ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারের সঙ্গে ইতোমধ্যেই চুক্তিপত্র স্বাক্ষর করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। চুক্তি অনুযায়ী, ত্রিপুরায় বছরে ১০০ দিন কাজ করবেন ক্লুজনার। রঞ্জি দলের সঙ্গে কাজ করবেন তিনি।


পাশাপাশি পুরুষ ও নারীদের বয়সভিত্তিক আটটি দলেও কাজ করবেন এই অলরাউন্ডার। ভারতের ক্রিকেটে অবশ্য এবারই প্রথম কাজ করছেন না ক্লুজনার। এর আগে ২০১৮-১৯ মৌসুমে দিল্লির পরামর্শক কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি।


ক্লুজনারকে পেয়ে বেশ উচ্ছ্বসিত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। ক্লুজনারের হাত ধরে এগিয়ে যাবে প্রত্যাশা করে ইতোমধ্যেই একটি বিবৃতি দিয়েছে তারা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন ক্লুজনারও।

প্রথম দফায় ভারতে ২০ দিন কাজ করবেন এই সাউথ আফ্রিকান। আগামী ৩ জুন আগরতলায় যাবেন তিনি। অবশ্য ত্রিপুরার পরামর্শক হওয়া ছাড়াও অন্যান্য চুক্তি আছে ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের।

বর্তমানে এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের কোচ হিসেবে কর্মরত আছেন ক্লুজনার। এসএটোয়েন্টির প্রথম আসরে অবশ্য ভালো করতে পারেনি দলটি। ছয় দলের মধ্যে পঞ্চম হয়ে আসর শেষ করে তারা।

এর আগে আফগানিস্তানের হেড কোচের দায়িত্বে ছিলেন সাউথ আফ্রিকার হয়ে ৪৯ টেস্ট ও ১৭১ ওয়ানডে খেলা ক্লুজনার। জিম্বাবুয়ে জাতীয় দলের ব্যাটিং কোচও ছিলেন তিনি। এ ছাড়া বিপিএলে কোচিং করানোর অভিজ্ঞতাও আছে তার।

সর্বশেষ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপ চলাকালে অবসর নিয়ে ভাবতে নারাজ বাটলার

১ অক্টোবর, রবিবার, ২০২৩

এভাবে বোলিং করলে পাকিস্তানকে ৪০০ করতে বলছেন রমিজ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

আর্কাইভ

বিজ্ঞাপন