Connect with us

শ্রীলঙ্কা- আফগানিস্তান সিরিজ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ২ ম্যাচে নেই রশিদ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

পিঠে ব্যথার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে গেছেন রশিদ খান। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তৃতীয় ওয়ানডে ম্যাচে রশিদকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা।

সম্প্রতি আইপিএলে ব্যস্ত সময় পার করে এসেছেন রশিদ। তার দল গুজরাট টাইটান্স আইপিএলের ফাইনালও খেলেছে। যদিও চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। এবারের আসরে গুজরাটের হয়ে সবকটি ম্যাচেই খেলেছিলেন রশিদ।


এসিবি তাদের বিবৃতিতে বলেছে, 'আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের উজ্জ্বল তারকা রশিদ খান আজ ব্যায়ামের সময় পিঠে ব্যাথা পেয়েছেন। ডাক্তারের পরীক্ষার পর তাকে এক সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে।'


'দলের চিকিৎসক ও ফিজিও অনুযায়ী আগামী সময়ে রশিদ সম্পূর্ণ চিকিৎসা পাবেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে দলে যোগ দেবেন বলে আশা করা যায়। রশিদের জন্য শুভকামনা থাকল।'

আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে কয়েকদিন আগেই ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করে আফগানিস্তান। দলে প্রথমবারের মতো ডাক পান ২১ বছর বয়সী পেসার আব্দুল রহমান। দলে আছেন আইপিএলে ব্যস্ত থাকা রহমানউল্লাহ গুরবাজ, নূর আহমেদ ও ফজলহক ফারুকিরাও।

দল ঘোষণা করেছে শ্রীলঙ্কাও। এই দলে দীর্ঘ দুই বছর পর ডাক পেয়েছেন দিমুথ করুনারত্নে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২ জুন। বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে ৪ ও ৭ জুন। সবগুলো ম্যাচই হবে হাম্বানটোটায়।

আফগানিস্তান স্কোয়াড- হাসমতউল্লাহ শহিদী (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহীম জাদরান, রিয়াজ হাসান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্ম নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (শেষ ওয়ানডে), মুজিব উর রহমান, নূর আহমেদ, আব্দুল রহমান, ফজলহক ফারুকি ও ফরিদ আহমেদ মালিক।

অতিরিক্ত ক্রিকেটার- গুলবাদিন নাইব, শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই ও জিয়াউর রহমান আকবর।

শ্রীলঙ্কা স্কোয়াড- দাসুন শানাকা (অধিনায়ক), কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথা আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুনারত্নে, দুশান হেমান্থা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, দুশমান্থ চামিরা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও মাহিশ থিকশানা।

সর্বশেষ

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপে মিস করবেন শান্ত

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাখ্যা দিলেন নান্নু

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমের ‘চাইতেই পারো’ কিংবা সাকিবের ‘ঘরে সুখ নাই’

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

সাকিবের চাওয়াতে বিশ্বকাপে নেই নাফিস ইকবাল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

পাপনের ডাকে মিরপুরে মাশরাফি

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এক কোটি টাকা দিয়ে জামিন পেলেন সেনানায়েকে

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এভাবে বিশ্বকাপে খেলাটা ‘আদর্শ’ নয়, মানছেন উইলিয়ামসনও

আর্কাইভ

বিজ্ঞাপন