promotional_ad

খুলনা ও রাজশাহীতে সাউথ আফ্রিকার যুবাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ সফরে আসছে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে তারা। খুলনা এবং রাজশাহীতে এই ম্যাচগুলোতে খেলবে প্রোটিয়ারা।


নানা সময়ে ঘরোয়া ক্রিকেট বা বিভিন্ন দলের ক্যাম্প হয়েছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। যদিও সেখানে বিদেশি দলের পদচারণা নেই অনেক দিন ধরেই। এবার সেই পদচারণা হতে যাচ্ছে।


promotional_ad

একইসঙ্গে খুলনার পাশাপাশি রাজশাহীতেও হবে এই সিরিজের ম্যাচ। আগামী ৩ জুলাই বাংলাদেশ সফরে আসবে সাউথ আফ্রিকার যুব দল। সেদিনই খুলনার চলে যাবে তারা। এরপর দুদিন সেখানে অনুশীলন করবে তারা।


সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ জুলাই। এরপর ৯ এবং ১১ জুলাই পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহীতে যাবে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার যুব দল। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৪ ও ১৭ জুলাই।


১৮ জুলাই দেশ ছাড়বে প্রোটিয়ারা। খুলনাতে বিদেশিদের পদচারণা সম্প্রতি না হলেও রাজশাহীতে কয়েকদিন আগে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল খেলে গিয়েছে। সেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিনটি যুব ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিল পাকিস্তানের যুবারা।


মূলত আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজগুলো খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ফলাফল অবশ্য খুব একটা ভালো ছিল না বাংলাদেশের। একমাত্র যুব টেস্ট ম্যাচটি হারে তারা। এরপর ওয়ানডে সিরিজে দলটি হারে ৪-১ ব্যবধানে। সবশেষে একমাত্র টি-টোয়েন্টিও হারে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball