promotional_ad

আইসিসির নতুন রাজস্ব-বন্টন মডেল নিয়ে শঙ্কিত সহযোগী দেশগুলো

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইসিসির প্রস্তাবিত নতুন রাজস্ব-বন্টন মডেল নিয়ে এরই মাঝে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার সহযোগী দেশগুলোকেও নিজেদের পাশে পাচ্ছে পিসিবি। আর্থিক দিক নিয়ে রীতিমতো শঙ্কা প্রকাশ করেছেন স্বল্পোন্নত ক্রিকেটীয় দেশগুলোর কর্তারা।


২০২৪ থেকে ২০২৭ চক্রের জন্য এই কাঠামো তৈরি করেছে আইসিসি। আগামী জুলাইয়ে ডারবানে আইসিসির বোর্ড সভায় এটি অনুমোদন পেতে পারে বলে খবর প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।


এদিকে আইসিসির বেশ কয়েকটি সহযোগী দেশের আশঙ্কা, নতুন এই কাঠামো অনুমোদন পেয়ে গেলে ক্রিকেটের প্রসারই থমকে যাবে। তাদের দাবি ক্রিকেট থেকে মুখ ঘুরিয়েও নিতে পারে বেশ কয়েকটি দেশ।


promotional_ad

ভারতীয় গণ???াধ্যমকে একটি স্বল্পোন্নত দেশের বোর্ড প্রধান বলেন, 'নতুন মডেলটি এখন বৃহত্তর ক্রিকেটীয় দেশগুলিকে আরও বেশি সুবিধা দেবে এবং প্রস্তাবিত পরিবর্তনগুলো এই ভারসাম্যহীনতাকে বাড়িয়ে তুলবে, খেলার ভবিষ্যৎ আরও ঝুঁকিতে পড়বে।'


'দুঃখজনক বাস্তবতা হচ্ছে, ক্রিকেট বিশ্বে এখন খেলাটি যে অবস্থানে আছে সেখান থেকে প্রসারিত হবে না যদি এর বৈশ্বিক তহবিল সত্যিকার অর্থেই প্রসারের লক্ষ্যে সমানভাবে বরাদ্দ না করা হয়।'


প্রস্তাবিত মডেলটি নিয়ে অবশ্য কিছুই জানায়নি আইসিসি। যদিও ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদনে দাবি করা হয়, প্রস্তাবনা অনুযায়ী আগামী চার বছরে আইসিসির সম্ভাব্য আয় প্রতি বছর ৬০ কোটি মার্কিন ডলার হবে। আর সেখান থেকে ভারতের ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই একাই পাবে ২৩ কোটি মার্কিন ডলার (প্রতি বছর)। এটি মোট আয়ের প্রায় ৩৮.৫ শতাংশ।


প্রস্তাবিত এই নতুন কাঠামোতে দ্বিতীয় সর্বোচ্চ আয় করবে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। যদিও ভারতের চেয়ে ঢের পিছিয়ে তারা। ইংল্যান্ডের বোর্ড পাবে প্রতি বছর ৪ কোটি ১৩ লাখ ডলার। যা আইসিসির আয়ের ৬.৮৯ শতাংশ।


এরপরে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়া পাবে মোট আয়ের ৬.২৫ শতাংশ, অর্থের অঙ্কে যা হচ্ছে ৩ কোটি ৭৫ লাখ ডলারের একটু বেশি। বার্ষিক ৩ কোটি ৪৫ লাখ ডলারের বেশি পাবে পিসিবি। এ কারণেই অসন্তোষ তারা


এ ছাড়া পূর্ণ সদস্য বাকি আট দেশের সবারই আয় হবে ৫ শতাংশের নিচে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে পাবে ২ কোটি ৬৭ লাখ ডলারের একটু বেশি, যা মোট আয়ের যা ৪.৪৬ শতাংশ।


পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম এক কোটি ৬৮ লাখ ডলার আয় করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সবমিলিয়ে আইসিসির পূর্ণ সদস্য ১২ দেশ সম্মিলিতভাবে পাবে মোট আয়ের ৮৮.৮১ শতাংশ। আর বাকিটা ভাগ করে দেওয়া হবে ৯৪টি সহযোগী দেশের মধ্যে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball