Connect with us

আইপিএল

শুধুমাত্র ভক্তদের জন্য আরও এক মৌসুম খেলতে চান ধোনি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পঞ্চম শিরোপা জেতার পরই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন মহেন্দ্র সিং ধোনি, এমনটাই প্রত্যাশা ছিল ভক্ত সমর্থকদের। যদিও সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেননি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে আরও এক মৌসুম খেলে যেতে চান তিনি। যদিও সামনের মৌসুমের নিলামের আগে যদি শরীর ফিট থাকে, তাহলেই খেলার সিদ্ধান্ত নেবেন এই উইকেটরক্ষক।

ধোনির বদলতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। আইপিএলে পাঁচবার শিরোপা জয়ী দলটি প্রতি আসরেই দাপুটে পারফরম্যান্স করে থাকে। এবারের আসরেও সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে দলটি।


মিলিয়ন ডলারের এই লিগে সবচেয়ে বেশিবার প্লে-অফ খেলা দলও চেন্নাই। দীর্ঘ যাত্রার মাঝের দুই বছর নিষেধাজ্ঞার কারণে আইপিএলে অংশ নিতে পারেনি চেন্নাই। এ ছাড়া বাকি ১৪ আসরেই খেলেছে দলটি। প্লে-অফে উঠেছে ১২ বার।


এবারের আসরসহ ১২টি প্লে-অফের মধ্যে ১০ বারই ফাইনাল খেলেছে ধোনির চেন্নাই। এবারও খেলবে ফাইনাল। এমন সাফল্যের কারণে পাঁচবারের শিরোপাজয়ী আরেক দল মুম্বাই ইন্ডিয়ান্স থেকেও সফল দল হিসেবে বিবেচনা করা হয় চেন্নাইকে।

এবারের শিরোপা জয়ের পর ধারাভাষ্যকার হার্শা ভোগলে জানতে চাইলেন, এটাই কি শেষ? ৪১ বছর বয়সী ধোনি জবাবে বলেন, ‘অবসর ঘোষণা করার জন্য এটাই সেরা সময়। এখন সবচেয়ে সহজ হচ্ছে সবাইকে ধন্যবাদ দিয়ে অবসর নেওয়া। কিন্তু কঠিন কাজটা হচ্ছে, আগামী নয় মাস কঠোর পরিশ্রম করে আরেকটা মৌসুম খেলার চেষ্টা করা। যে ভালোবাসা আমি চেন্নাইয়ের সমর্থকদের কাছ থেকে পেয়েছি, আরও এক মৌসুম খেললে তাদের জন্য আমার পক্ষ থেকে একটা উপহার দেওয়া হবে।’

‘আসলে আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক, এটাই আমার ক্যারিয়ারের শেষ অংশ। এখান থেকেই সব শুরু হয়েছিল, পুরো গ্যালারি আমার নামে স্লোগান দিয়েছে। তখন আমার চোখ ছলছল করছিল। চেন্নাইতে এমনটাই হয়েছিল। কিন্তু আরও এক মৌসুম তাদের জন্য যতটা পারি খেলতে পারলে ভালো হবে।’

সর্বশেষ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপ চলাকালে অবসর নিয়ে ভাবতে নারাজ বাটলার

১ অক্টোবর, রবিবার, ২০২৩

এভাবে বোলিং করলে পাকিস্তানকে ৪০০ করতে বলছেন রমিজ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গা গরমের ম্যাচে স্টার্কের হ্যাটট্রিক

আর্কাইভ

বিজ্ঞাপন