আইপিএল

গিলকে ছেড়ে দেয়া কলকাতার সবচেয়ে বড় ভুল: স্টাইরিস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:54 সোমবার, 29 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন শুভমান গিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে এরই মধ্যে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এমনকি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনেও জায়গা করে নিয়েছেন গুজরাট টাইটান্সের এই ওপেনার।

গত আসরেও দলটির হয়ে আইপিএলে খেলেছেন গিল। যদিও তার আইপিএল যাত্রার শুরুটা হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের হাত ধরে। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি কলকাতার হয়ে খেলেছেন। ধারাবাহিকভাবে পারফর্ম করে দলটির ঘরের ছেলে হয়ে উঠেছিলেন গিল।

ধারণা করা হচ্ছিল গিলই দলটির ভবিষ্যৎ অধিনায়ক হতে চলেছেন। সবাইকে অবাক করে দিয়ে ২০২২ আইপিএলের মেগা নিলামের আগে ভেঙ্কাটেস আইয়ার-বরুণ চক্রবর্তীদের রেখে দিয়ে গিলকে ছেড়ে দেয় কলকাতার ম্যানেজমেন্ট। এরপর নিলামের আগেই গিলকে ডিরেক্ট সাইন করায় গুজরাট।

নিজের প্রথম আসর থেকেই দলটির হয়ে দারুণ পারফরম্যান্স করছেন গিল। এবার যেন নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে মাঠে নেমেছেন তিনি। এরই মধ্যে ১৬ ম্যাচে ৮৫১ রান করেছেন এই ওপেনিং ব্যাটার। এ কারণেই তাকে কলকাতার আক্ষেপের কারণ মনে করছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টাইরিস। এমনকি আইপিএলে ফ্র্যাঞ্চাইজিটির সবচেয়ে বড় ভুলও এটি বলে মনে করেন তিনি।

স্টাইরিস বলেন, 'আমি মনে করি গিলকে ছেড়ে দেওয়াকলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় ভুল। এখন গিল যে ফর্মে রয়েছে, কেকেআরের হয়ে আজ সে খেললে সেই ফ্যাঞ্চাইজি এখন ফাইনাল খেলতে পারত। আমার মনে হয় সেই ফ্র্যাঞ্চাইজি এখন গিলকে ছেড়ে দেওয়ার আক্ষেপ করছে।'

'আমরা গত কয়েক বছর ধরে গিলের বড় হয়ে ওঠা দেখছি। যত সময় গড়াচ্ছে ততই নিজেকে পরিণত ক্রিকেটার হিসেবে তুলে ধরছে গিল। যা দেখে ভালো লাগছে। এই ভাবে খেলতে থাকলে দেশের হয়ে সে নিজেকে অন্য জায়গায় নিয়ে যাবে। ওর ব্যাটিং দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে গিলের ব্যাটিং খুব সুন্দর। যা সত্যি কখনও বলে বোঝানো যাবে না। তার থেকে আরও ভালো পারফরম্যান্স আমরা দেখতে চাই।'