Connect with us

পাকিস্তান ক্রিকেট

টি-টোয়েন্টিতে বাবরকে হুমকি মনে করেন না আমির


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘদিন ধরেই পাকিস্তান দলের বাইরে মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের ওপর ক্ষুব্ধ হয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন।

পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে না থেকেও নিয়মিত বিভিন্ন ক্রিকেটার ও বোর্ড কর্তাদের সমালোচনা করে আলোচনায় থাকেন এই পেসার। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির সমালোচনা করেছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজমের।


তিনি মনে করেন ওয়ানডে ও টেস্টে বাবর দারুণ ব্যাটার হলেও টি-টোয়েন্টিতে তাকে হুমকি মনে হয় না তার। অবশ্য এমন মন্তব্যের আগে আমির জানিয়েছেন বাবরের সঙ্গে বেশ ভালো সম্পর্ক তার। বাবরও তাকে সম্মান করেন।


বাবরকে নিয়ে আমির বলেন, 'আমি যখন পাকিস্তানের হয়ে খেলেছি, বাবর তখন আমার জুনিয়র ছিল এবং সে সবসময়ই আমাকে সম্মান করত। আমি সবসময়ই বলি সে টেস্ট ও ওয়ানডেতে দারুণ ব্যাটার। টি-টোয়েন্টিতে তাকে নিয়ে আমার ভিন্ন মত আছে। একজন বোলার হিসেবে বাবরকে এই ফরম্যাটে হুমকি মনে হয় না।'

গুঞ্জন আছে বাবরের সঙ্গে সংঘাত রয়েছে আমিরের। তবে আমির নিজেই সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। ঠাট্টার ছলে তিনি বলেছেন, ‘বাবর আমার সাবেক বাগদত্তা নয় যে আমি তাকে পছন্দ করব না।’

কদিন আগেই বাবরকে সাধারণ মানের ব্যাটার বা টেইলএন্ডার বলে আলোচনায় এসেছিলেন আমির। সেই সংবাদও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন তিনি সবসময় বাবরের ট্যাকনিকের প্রশংসা করেন। এমনকি পাকিস্তানের সেরা ব্যাটার হিসেবেও মানেন তাকে।

নিজের ধারণা পরিস্কার করে আমির বলেন, ‘প্রথমত যারা গুজব ছড়িয়েছেন তাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আমাকে একটা ইন্টারভিউ দেখান যেখানে আমি বলেছি বাবর একজন সাধারণ মানের ক্রিকেটার বা টেইলএন্ডার। আমার দেওয়া সব ইন্টারভিউয়ে আমি তাকে পাকিস্তানের সেরা ব্যাটার বলেছি। এটা আমি নিজের মুখে একাধিকবার একাধিক জায়গাতে বলেছি যে তার ট্যাকনিকের জন্য তার বিরুদ্ধে ওয়ানডে ও টেস্টে বোলিং করা কঠিন। তাহলে আমি কেনো তাকে টেইল এন্ডার বলব?’

সর্বশেষ

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বিশ্বকাপে ৬ নম্বরে ভারতের ভরসা সূর্যকুমার

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

‘রাত তিনটায়ও ডেথ ওভারে ভালো বোলিং করবে মুস্তাফিজ’

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

খুলনার হয়ে খেলবেন ধনঞ্জয়া-ফাহিম

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

দলে ফিরেও খেলা হচ্ছে না ম্যাক্সওয়েল-স্টার্কের

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বৃষ্টির কারণে পরিত্যক্ত প্রথম ওয়ানডে

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নরকিয়া-মাগালা

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

পুনর্বাসনেও চোট, বিশ্বকাপে অনিশ্চিত হাসারাঙ্গা

২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

আরও একটি বিশ্বকাপে অনিশ্চয়তার মুখোমুখি নরকিয়া

২০ সেপ্টেম্বর, বুধবার, ২০২৩

৯৬ এর চেয়ে শ্রীলঙ্কা দলে এখন বেশি প্রতিভাবান আছে: রানাতুঙ্গা

আর্কাইভ

বিজ্ঞাপন