ভারতীয় ক্রিকেট

'পৃথ্বী নিজেকে স্টার ভাবে, গিল পরিশ্রমের সুফল পাচ্ছে'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:22 শনিবার, 27 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৮ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী শ। আর টপ অর্ডার ব্যাটার হিসেবে ছিলেন শুভমান গিল। দুজনই পরবর্তীতে জাতীয় দলে খেলেছেন। গিল ভারতীয় দলে জায়গা পাকা করতে পারলেও ছিটকে গেছেন পৃথ্বী।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ১৬ ম্যাচে ৮৫১ রান করেছেন গিল। ৩ সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ৪ হাফ সেঞ্চুরি। অন্যদিকে ধারাবাহিকতার অভাবে দিল্লির একাদশেই অনেক ম্যাচে ঠাঁই পাননি পৃথ্বী। ৮ ম্যাচে খেলে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১০৬ রান।

সাবেক ভারতীয় অলরাউন্ডার কারসন ঘাউরি মনে করেন পৃথ্বী নিজের খেলার উন্নতির চেষ্টাই করেননি। অন্যদিকে গিল নিজের ভুল-ত্রুটি নিয়ে কাজ করে পরিশ্রমের ফসল পাচ্ছেন। এখনও পৃথ্বীর নিজেকে পরিণত করার সুযোগ আছে বলে মনে করেন তিনি।

ঘাউরি বলেন, ‘২০১৮ সালে যুব বিশ্বকাপ জেতে যে দলটা, ওরা দুজনে সেই একই দলে ছিল, তাই না? আজ পৃথ্বী শ কোথায় আর শুভমন গিল কোথায়? দুজনকে সম্পূর্ণ আলাদা মেরুতে দেখাচ্ছে। নিজের খেলা নিয়ে তোমাকে খাটতে হবে। দখল নিতে হবে ক্রিজের। সেটা যদি করতে পারো, তুমি আরও বেশি রান পেতে বাধ্য।'

পৃথ্বীকে উন্নতির পরামর্শ দিয়ে ঘাউরি বলেন, ‘ওরা একই বয়সের। এখনও কিছু হারিয়ে যায়নি। গিল নিজের ভুল শোধরাতে পরিশ্রম করেছে, পৃথ্বী তা করেনি। তবে ও এখনও সেটা করতে পারে। ওর কঠোর পরিশ্রম করা উচিত। তা নাহলে এত প্রতিভা থেকেও কোনও লাভ নেই।’

পৃথ্বী নিজেকে স্টার মনে করে বলেও মন্তব্য করেছেন সাবেক এই বাঁহাতি ব্যাটার। তার সমালোচনা করে তিনি বলেন, ‘পৃথ্বী ভাবে ও একজন স্টার, কেউ ওকে ছুঁতে পারবে না। তবে ওর বোঝা উচিত, টি-২০ হোক, ৫০ ওভারের ক্রিকেট হোক বা টেস্ট, আন্তর্জাতিক পর্যায়ে এমনকি রঞ্জি ট্রফিতেও তোমাকে আউট করতে দরকার মাত্র একটা বল। তোমার ধৈর্য ও অধ্যাবসায় দরকার।’