মেজর লিগ ক্রিকেট

মেজর লিগে বাবরদের ছাড়তে জনপ্রতি ২৭ লাখ টাকা চায় পিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:25 শুক্রবার, 26 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আলি খান, উন্মুখ চাঁদ, হাম্মাদ আজম, সামি আসলাম, কোরি অ্যান্ডারসন এবং লিয়াম প্লাঙ্কেটদের নিয়ে সবশেষ মার্চে অনুষ্ঠিত হয়েছে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) প্লেয়ার্স ড্রাফট। পেসার আলি বাদে বাকি সবাই নিজেদের দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয় তারা খেলবেন স্থানীয় ক্রিকেটার ক্যাটাগরিতে।

স্থানীয়দের নিয়ে ড্রাফট শেষ হওয়ার পর এবার বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিরা। যেখানে তাদের বেশ ভালোভাবেই সহায়তা করছে এমএলসি কতৃপক্ষ। পাকিস্তানের সামা টিভি জানিয়েছে, টুর্নামেন্টে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারকে সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেছে এমএলসি।

যদিও কাদের দলে নিতে চায় সেটা প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম শাহদের পেতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে যোগাযোগ করেছে এমএলসি কতৃপক্ষ। যুক্তরাষ্ট্রের এই লিগের জন্য ক্রিকেটারদের ছাড়তে রাজিও হয়েছে পিসিবি।

যদিও সেটার জন্য শর্ত জুড়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের প্রতিটি ক্রিকেটারকে অনাপত্তি পত্র দিতে ২৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ২৬ লাখ ৭৯ হাজার ৬৪৫ টাকা) চেয়েছে নাজাম শেঠির বোর্ড। তবে এখনও নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এমএলসি।

ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারদের যুক্ত করতে পেরেছে ফ্র্যাঞ্চাইজিরা। যেখানে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে খেলবেন সাউথ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ছাড়া সাউথ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেন, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ও অ্যাডাম মিলনেকে দলে নিয়েছে তারা।

এদিকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ খেলবেন সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের। দলটিতে তার সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিস। সিয়াটল অরকাস দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কার দাসুন শানাকা, জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং সাউথ আফ্রিকার ওয়েইন পার্নেল ও কুইন্টন ডি কককে।

ছয় দলের টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, এমআই নিউইয়র্ক ও টেক্সাস সুপার কিংস সেভাবে কাউকে দলে ভেড়ায়নি। প্রতিটি দল ৯জন করে বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। ১৩ জুলাই থেকে শুরু টুর্নামেন্টে তারকা বিদেশি ক্রিকেটারদের দলে নিতে ব্যস্ত সময় পার করছে। টুর্নামেন্টটি শেষ হবে ৩০ জুলাই।