অ্যাশেজ সিরিজ

শেফিল্ড শিল্ড মাতানো পেয়ারসনকে অ্যাশেজের দলে নিলো অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:09 শুক্রবার, 26 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজ সিরিজ উপলক্ষে গত মাসেই স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এবার সেই স্কোয়াডে জিমি পেয়ারসনকে সংযুক্ত করেছে তারা। জস ইংলিসের পরিবর্তে দলে ভেড়ানো হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন পেয়ারসন। সেই সময়টায় দলের সঙ্গ ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরবেন ইংলিস। নিজেদের প্রথম সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে চান ইংলিস।

আর ইংলিসের পিতৃত্বকালীন ছুটির কারণে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়ে গেলেন পেয়ারসন। যদিও অস্ট্রেলিয়ার টেস্ট দলে পেয়ারসনের ডাক পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর শেফিল্ড শিল্ডে অসাধারণ পারফর্ম করে চলেছেন এই উইকেটরক্ষক।

২০২০-২১ মৌসুমের পর থেকে কুইন্সল্যান্ডের হয়ে ৩৭.১৩ গড়ে এক হাজার ৩৩৭ রান করেছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। এই সময়ে পাঁচটি সেঞ্চুরি এসেছে তার ব্যাটে। গত বছর অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও গিয়েছিলেন তিনি।

সেখানেও অসাধারণ একটি সেঞ্চুরি আসে তার ব্যাটে। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার মূল দলের সঙ্গে অনুশীলন করতেও দেখা গেছে এই উইকেটরক্ষককে। অবশ্য জাতীয় দলে এখনই অভিষেকের সম্ভাবনা নেই পেয়ারসনের। নিয়মিত উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ইনজুরিতে পড়লেই কেবল সুযোগ মিলতে পারে তার।

দ্য ওভালে আগামী ৭ জুন মাঠে গড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনাল। ফাইনালে শিরোপার জন্য লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। এরপর ১৬ জুন থেকে শুরু হবে অ্যাশেজ। এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ সিরিজ।

অ্যাশেজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, জস ইংলিশ, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার এবং জিমি পেয়ারসন।