ইংল্যান্ড ক্রিকেট

মেজর ক্রিকেট লিগে খেলতে ইংল্যান্ডের চুক্তি ছাড়ছেন রয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:16 বৃহস্পতিবার, 25 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলার জন্য ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তি ছাড়তে যাচ্ছেন জেসন রয়। ইংলিশ ওপেনারকে নিয়ে এমনই এক সংবাদ করেছে দেশটির জনপ্রিয় গণমাধ্যম ডেইলি মেইল।

তাদের প্রকাশিত খবর অনুযায়ী লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সঙ্গে দুই বছরের চুক্তিতে যাচ্ছেন রয়। বিনিময়ে পাচ্ছেন তিন লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার কোটি)। যদিও এই চুক্তি করলে আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড দলে থাকা অনিশ্চিত হয়ে পড়বে রয়ের জন্য, তবুও এই চুক্তিকেই নাকি বেছে নিচ্ছেন তিনি।

বর্তমানে অবশ্য ইসিবির চুক্তিতে আছেন রয়। যেখানে প্রতি বছর ৬৬০০০ পাউন্ড পাচ্ছেন তিনি। এই বছরের অক্টোবরে শেষ হতে যাচ্ছে সেই চুক্তি। জানা গেছে, জাতীয় দলের সঙ্গে নতুনভাবে কেন্দ্রীয় চুক্তিতে যেতে রাজি নন ৩২ বছর বয়সী এই ওপেনার।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন রয়। সাকিব আল হাসানের বদলি হিসেবে এই দলে যোগ দিয়েছিলেন তিনি। তাদের হয়ে ৮ ম্যাচে ৩৫.৬২ গড়ে করেছেন ২৮৫ রান। দুটি হাফ সেঞ্চুরিও করেছেন ডানহাতি এই ওপেনার।

এদিকে মেজর লিগে লস অ্যাঞ্জেলেস একটি দল রয়েছে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির। তাদের হয়ে খেলার গুঞ্জন উঠেছে তার। রয় যদি এই চুক্তিতে নাম লেখান তাহলে ইংল্যান্ডের ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার হবেন, যিনি কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য জাতীয় দল ছেড়েছেন।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট, ১১৬টি ওয়ানডে এবং ৬৪টি টি-টোয়েন্টি খেলেছেন রয়। ব্যাট হাতে তিন সংস্করণ মিলিয়ে প্রায় ছয় হাজার রান করেছেন ডানহাতি এই ব্যাটার। জাতীয় দলের হয়ে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন এই ওপেনার।

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে দলে মার্কাস স্টইনিস, কুইন্টন ডি কক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যানরিখ নরকিয়া, গ্লেন ফিলিপসকে পাবেন রয়। এদের প্রত্যেককেই ডিরেক্ট সাইনিং করিয়েছে দলটি।