Connect with us

আইপিএল

টি-টোয়েন্টিতে এখন আর অ্যাঙ্করের ভূমিকা নেই: রোহিত


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা। দীর্ঘ ১৬ বছর ধরে ভারতের ওপেনিং সামলাচ্ছেন তিনি। বিশেষ করে টি-টোয়েন্টির বিভিন্ন পরিবর্তন চোখের সামনে দেখেছেন ভারতীয় এই ব্যাটার।

তিনিই মনে করেন শুরুর দিকের বিপর্যয় বা বিশেষ কোনো পরিস্থিতি না হলে টি-টোয়েন্টিতে অ্যাঙ্কর ভূমিকার কোনো জায়গা নেই। এখন আর খুব বেশি প্রয়োজন না হলে ইনিংস ধরে খেলার সুযোগ নেই বলে মনে করেন তিনি। সবাই এখন ভিন্নভাবে টি-টোয়েন্টি খেলছে বলেও মন্তব্য করেছেন রোহিত।


তিনি বলেন, 'আমি যা দেখছি, তাতে অ্যাঙ্কর কোনো ভূমিকা এখন আর নেই। টি-টোয়েন্টি ক্রিকেট এখন এভাবেই খেলা হচ্ছে। যদি না আপনার দলের রান থাকে ৩ উইকেটে বা ৪ উইকেটে ২০… সেটা তো আর সবদিন হয় না। কখনও কখনও অমন পরিস্থিতিতে পড়তে হয়, তখন কারও ইনিংস অ্যাংকর করে ভালো স্কোরে নিয়ে শেষ করতে হয়। কিন্তু এমনিতে এখন অ্যাংকর বলে কিছুর জায়গা নেই। সবাই এখন ভিন্নভাবে খেলছে।'


রোহিতের বিশ্বাস মানসিকতার পরিবর্তন না করলে টি-টোয়েন্টিতে টেকা অনেক কঠিন হয়ে যাবে ক্রিকেটারদের জন্য। যারা মানসিকতার উন্নতি করবে তারাই অন্য উচ্চতায় পৌঁছে যাবে। রোহিতের ভাষ্য, 'মানসিকতায় বদল না আনতে পারলে আপনাকে স্রেফ উড়ে যেতে হবে। অন্য পক্ষের মানুষগুলো এখন খেলাটাকে নিয়ে ভিন্নভাবে ভাবছে এবং এটিকে তারা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।'

বেশিরভাগ সময়ই টি-টোয়েন্টিতে দেখা যায় ৭ জন ব্যাটার ও ৪ বোলার নিয়ে খেলে দলগুলো। এটাকেই আদর্শ মানছেন রোহিত। যারাই ব্যাট করেন না কেন প্রত্যেককে দেড়শ থেকে দুইশ স্ট্রাইক রেটে ব্যাট করার পরামর্শ দিয়েছেন তিনি। দলে প্রত্যেকের ভূমিকাই জরুরি।

রোহিত বলেন, 'সাত ব্যাটসম্যানের সবাইকেই ভূমিকা রাখতে হবে। ভালো একটি স্কোর গড়তে পারলে তো অবশ্যই ভালো। তবে যদি ১০-১৫ বা ২০ বলে ৩০-৪০ রান করা যায়, সেটিও ভালো। কারণ দলে নিজের ভূমিকাটা পালন করা হচ্ছে। খেলাটা এখন বদলে গেছে।'

সর্বশেষ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এ নিয়ে তিনটি বিশ্বকাপে খেলিনি, অভ্যাস হয়ে গেছে: চাহাল

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এটাই আমার শেষ বিশ্বকাপ: অশ্বিন

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপে পাঁচ পেসারের দিকে চোখ থাকবে স্টেইনের

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তারার মেলা

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

‘দেশের সম্মানটা যেন বজায় থাকে’, বাংলাদেশ দলের উদ্দেশে প্রধানমন্ত্রী

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

তামিম-মুশফিকদের গড় ৪০ এর নিচে, সমালোচনায় আকাশ চোপড়া

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন না যুবরাজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বাংলাদেশ সেমিফাইনাল খেললে সেটা ‘মিরাকেল’ হবে: আকাশ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

প্যাভিলিয়ন এন্ডের নাম বদলে ‘স্টুয়ার্ট ব্রড এন্ড’ রাখল ট্রেন্ট ব্রিজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

ফিরেই উইলিয়ামসনের ফিফটি, ৩৪৫ রান করেও হারল পাকিস্তান

আর্কাইভ

বিজ্ঞাপন