বাংলাদেশ- ভারত সিরিজ

জুলাইতে বাংলাদেশ সফরে আসছে ভারত নারী দল

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 11:57 বৃহস্পতিবার, 25 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী জুলাইতে বাংলাদেশ সফরে আসছে ভারত নারী দল। জুলাইয়ের প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসছে হারমানপ্রীত করের দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছে এমনটাই।

এই সফরের ওয়ানডে সিরিজটি ২০২২-২০২৫ আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রের একটি অংশ। এফটিপি অনুযায়ী এই সিরিজটি জুনের শেষদিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্ভাব্য ভেন্যু ছিল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

তবে সেই সময়টায় বাংলাদেশ পুরুষ জাতীয় দলের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। ১৪ থেকে ১৮ জুন মিরপুরে একটি টেস্ট খেলে আবারও ভারতে চলে যাবে তারা। এরপর ইদ উল আজহার বিরতি শেষে জুলাইয়ের প্রথম সপ্তাহে আবারও বাংলাদেশে আসবে আফগানিস্তান।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে যথাক্রমে ৫, ৮ ও ১১ জুলাই। এরপর দুই দলই টি-টোয়েন্টি খেলতে সিলেটে যাবে।

সেখানে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৪ ও ১৬ জুলাই। আর এই সময়ের মাঝে ঢাকার মিরপুরে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও ভারতের নারী ক্রিকেট দল।

যদিও এই সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। এমনকি নারীদের টি-টোয়েন্টি সিরিজটি কোথায় হবে বা কখন হবে সেই ব্যাপারে এখনও সূচি চূড়ান্ত হয়নি।

গত ফেব্রুয়ারিতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে বাদ পড়েছিল ভারত নারী দল। এরপর এবারই প্রথম কোনো সিরিজে মাঠে নামতে যাচ্ছে তারা।