ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

ইনজুরির কারণে বাংলাদেশ ছাড়ছেন গুড়াকেশ, বদলি ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:49 বৃহস্পতিবার, 25 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

লোয়ার ব্যাক ইনজুরির কারণে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে আর খেলা হচ্ছে না গুড়াকেশ মোতির। অভিজ্ঞ এই স্পিনারের বদলি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। বাঁহাতি স্পিনার ভিরাশামি পারমালকে ইতোমধ্যেই সিলেটে পাঠিয়ে দিয়েছে তারা।

আর ইনজুরি আক্রান্ত গুড়াকেশকে দুবাইতে উড়িয়ে নিচ্ছে দলটি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল। ইনজুরি আক্রান্ত গুড়াকেশ সেই সিরিজে না খেললেও দলের সঙ্গে থেকে মেডিক্যাল টিমের নজরে থাকবেন।

বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে খেলছেন আরেক ক্যারিবিয়ান অফ-স্পিনার কেভিন সিনক্লেয়ার। এই স্পিনারকে গুড়াকেশের বদলি হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে স্কোয়াডটিতে রাখা হয়েছে।

আগামী ১৮ জুন শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আসর। জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় সেই আসরের আগেই গুড়াকেশকে ফিট হিসেবে চায় ওয়েস্ট ইন্ডিজ ম্যানেজমেন্ট। এ কারণেই তাকে দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এদিকে ফিক্সিংয়ের দায়ে কয়েকদিন আগেই ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ডেভন থমাসকে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজে খেলা হচ্ছে না তারও।

তার পরিবর্তে এই সিরিজে ডাক দেয়া হয়েছে জনসন চার্লসকে। দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন অভিজ্ঞ এই ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল- জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, ভিরাশামি পারমাল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।