বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

একাই লড়লেন দিপু, ম্যাকেঞ্জি-কার্টির ব্যাটে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:21 বুধবার, 24 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আকিম জর্ডান-অ্যান্ডারসনের আগুনে পেস বোলিংয়ের সামনে একেবারে নিষ্প্রভ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। পুরো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সামলে স্বাগতিকদের হয়ে একাই লড়েছেন শাহাদাত হোসেন দিপু। জর্ডানের ৫ উইকেটের পরও ডানহাতি এই ব্যাটারের ৭৩ রানের কল্যাণে ২৩৭ রান তোলে আফিফ হোসেনের দল।

জবাব দিতে নেমে কির্ক ম্যাকেঞ্জির ৯১ ও কেচি কার্টির ৬৮ রানের ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৬৮ রান তুলেছে সফরকারীরা। বাংলাদেশের চেয়ে ৩৭ রানে এগিয়ে থাকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন অধিনায়ক জশুয়া ডি সিলভা এবং কেভিন সিনক্লেয়ার।

সিলেটে আগের দিনের ৫ উইকেটে ১৭৫ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দিনের চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। অ্যান্ডারসনের ভেতরে ঢোকা ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ দেন ১৭ রান করা নাঈম হাসান। এরপর ব্যাটিংয়ে আসেন আগেরদিন আঘাত পাওয়া সাদমান ইসলাম।

যদিও পরের ওভারেই আউট হতে পারতেন তিনি। তবে জর্ডানের বলে স্লিপে দাঁড়িয়ে ক্যাচ লুফে নিতে পারেননি কিং। ফলে ১১ রানে জীবন পান বাঁহাতি এই ব্যাটার। জীবন পেলেও বেশিক্ষণ টিকতে পারেননি সাদমান। জর্ডানের অফ স্টাম্পের বাইরের গুড লেংথ ডেলিভারিতে খেলার কোনো চেষ্টাই করেননি তিনি।

বল উইকেট পার হওয়ার আগে খানিকটা ইনসুইংয়ে করে স্টাম্পে আঘাত হানে। তাতে বোল্ড হয়ে ফিরে যেতে হয় ১৫ রান করা সাদমানকে। দ্রুতই বিদায় নিয়েছেন তানজিম হাসান সাকিব। তিনিও জর্ডানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যাটার হিসেবে হাফ সেঞ্চুরি তুলে নেন দিপু।

ম্যাক অ্যালিস্টারের বলে আপার কাট করে ছক্কা মেরে ৯৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তরুণ এই ব্যাটার। শেষ পর্যন্ত দিপু আউট হয়েছেন ৭৩ রানে ম্যাক অ্যালিস্টারের বলে ক্যাচ দিয়ে। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি টেইলএন্ডার ব্যাটাররা। তাতে ২৩৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জর্ডান পাঁচটি ও দুটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন এবং সিনক্লেয়ার।

জবাব দিতে নেমে পঞ্চম ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। খালেদ আহমেদের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ৪ রান করা ত্যাগনারায়ন চন্দরপল। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন ম্যাকেঞ্জি ও রেমন রেইফার। সাবলীল ব্যাটিংয়ে ৬৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাকেঞ্জি। পঞ্চাশ ছোঁয়ার খুব কাছে ছিলেন রেইফার।

যদিও তাকে হাফ সেঞ্চুরি করতে দেননি তানভির ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বলে আফিফকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৩৭ রানের ইনিংস খেলে। ১০ বল পর ম্যাকেঞ্জিকে সাজঘরে পাঠান সাইফ হাসান। ডানহাতি এই অফ স্পিনারের বলে উড়িয়ে মারতে গিয়ে নাইম শেখের হাতে ধরা পড়েন। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পোড়া ম্যাকেঞ্জি আউট হয়েছেন ৯১ রানের ইনিংস খেলে। একই ওভারে আউট হয়েছেন কিং।

সাইফের বলে তারই হাতে ক্যাচ দেন তিনি। কিং রানের খাতাই খুলতে পারেননি। তাতে মাত্র ১৪ বলের ব্যবধানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর সফরকারীদের টেনেছেন অ্যালিক অ্যাথানাজে ও কার্টি। অ্যাথানাজে ৪৫ রানে ফিরলেও ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কার্টি। অ্যাথানাজেকে নাঈম ফেরালেও কার্টি ফেরেন রান আউটে কাটা পড়ে। দিনের বাকিটা সময় পার করেন ডি সিলভা ও সিনক্লেয়ার। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন সাইফ।