আইপিএল

অ্যাশেজে রবিনসনকে নিয়েও শঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:42 রবিবার, 21 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

অ্যাশেজ যতই ঘনিয়ে আসছে ইংল্যান্ড দলে চোটের সংখ্যাও বাড়তে। কদিন আগেই ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। এই পেসার ভুগছেন কুঁচকির সমস্যায়। এ ছাড়া আরেক পেসার জফরা আর্চারকেও তারা পাবে না।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়ে কুনুইয়ের চোটে পড়েছেন তিনি। এ কারণে আসন্ন বেশ কয়েকটি সিরিজে তাকে পাবে না ইংল্যান্ড। এমন অবস্থায় ইংল্যান্ডের পেস আক্রমণের মূল ভরসা হতে পারতেন ওলি রবিনসন। 

যদিও এই পেসারও কাউন্টিতে চোট পেয়েছেন। গ্ল্যামারগনের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে এই চোট পান রবিনসন। এদিন শুরু থেকে বোলিং করলেও ৮ ওভারের বেশি করতে পারেননি তিনি। গোঁড়ালির ব্যাথায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

লাঞ্চের পর আর বোলিংয়েই নামতে পারেননি তিনি। সাসেক্সের কোচ পল ফারব্রেস জানিয়েছেন, সোমবার স্ক্যান করানো হবে রবিনসনকে। যদিও এই পেসারের চোট গুরুতর নয় বলেই আশাবাদী তিনি।

ইংল্যান্ডের হয়ে গত কয়েক বছর ধরেই দারুণ পারফরম্যান্স করেছেন রবিনসন। এরই মধ্যে ইংল্যান্ডের হয়ে ১৬ টেস্টে ৬৬ উইকেট পেয়েছেন তিনি।

আগামী ১ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। এই টেস্টকেই ধরা হচ্ছে অ্যাশেজের শেষ প্রস্তুতি হিসেবে। আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু হবে অ্যাশেজ সিরিজ।