promotional_ad

৫ ছক্কা মারার পর থেকে অনেক সম্মান পাচ্ছি: রিংকু

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ৫ বলে কলকাতার প্রয়োজন ছিল ২৮ রান। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে যশ দয়ালের বলে টানা ৫ ছক্কা মেরে কলকাতাকে জিতিয়েছিলেন রিংকু সিং। এমন অসাধ্য সাধনের পর মানুষের কাছ থেকে অনেক সম্মান আর স্বীকৃতি পাচ্ছেন বলে জানান বাঁহাতি এই ব্যাটার।


প্লে-অফে ওঠার লড়াইয়ে টিকে থাকতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না কলকাতা নাইট রাইডার্সের। এমন ম্যাচে শেষ তিন বলে কলকাতার প্রয়োজন ছিল ১৮ রান। তাতে ম্যাচ জিততে টানা তিন ছক্কা মারতে হতো রিংকুকে। তবে চতুর্থ ও শেষ বলে ছক্কা মারলেও পঞ্চম বলে চার মারেন বাঁহাতি এই ব্যাটার।


তাতে মাত্র ১ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কলকাতা। লক্ষ্ণৌর বিপক্ষে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গুজরাটের বিপক্ষে পাঁচ ছক্কা মারার কথা স্মরণ করেছিলেন রিংকু। পরিস্থিতি সামলাতে আত্মবিশ্বাসী ছিলেন বলে জানান তরুণ এই ব্যাটার।


promotional_ad

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিংকু বলেন, ‘পাঁচ ছক্কার ওই ওভারের কথা আমার মাথায় কিছুটা ছিল। তাই আমি শান্ত ছিলাম এবং পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। শেষ ওভারে আমাদের ২১ রান প্রয়োজন ছিল। আমি একটি বল মিস করলাম, ৪ হয়ে গেল।’


সবশেষ মৌসুমে লক্ষ্ণৌর বিপক্ষে একটি ম্যাচ জেতানোর সুযোগ তৈরি হয়েছিল রিংকুর। সেদিন মার্কোস স্টইনিসের শেষ ওভারে ২১ রান করতে হতো কলকাতাকে। প্রথম তিন বলে রিংকু ১৬ রান নিলেও ম্যাচ জেতাতে পারেননি। কারণ পঞ্চম বলে আউট হয়েছিলেন রিংকু। তবে সেদিন ১৫ বরে ৪০ রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাটার।


এমন ইনিংসের পর থেকে তার দিকে সবাই নজর দিতে শুরু করেছে বলে জানান তিনি। রিংকু বলেন, ‘আমার পরিবারের সবাই খুব খুশি। অনেক কিছু ভালো কেটেছ???। গত বছর ওই ইনিংস (১৫ বলে ৪০) খেলার পর সবাই আমার ওপর দৃষ্টি দিতে শুরু করে। আর এবার ওই পাঁচ ছক্কার পর মানুষের কাছ থেকে অনেক সম্মান পাচ্ছি। ভালো লাগছে।’


আইপিএলের এবারের আসরে নিজেকে নতুনভাবে চিনিয়েছেন রিংকু। কলকাতার হয়ে সর্বোচ্চ ৪৭৪ রান করেছেন তিনি। ৪ হাফ সেঞ্চুরি পাওয়া রিংকু ৫৯.২৫ গড়ে আর ১৪৯.৫২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। রান তাড়ার সময় পরিসংখ্যানটা আরও দুর্দান্ত। সাতটি ম্যাচে রান তাড়া করতে নেমে ৩০৫ রান করেছেন রিংকু।


যেখানে তার গড় ১৫২.৫০ আর স্ট্রাইক রেট ১৭৪.২৮। রিংকুর চারটি হাফ সেঞ্চুরিই এসেছে রান তাড়ার সময়। এমন পারফরম্যান্সের পর হরভজন সিংয়ের মতো ক্রিকেটার তাকে দ্রুতই জাতীয় দলে দেখছেন। যদিও আপাতত জাতীয় দল নিয়ে ভাবছেন না রিংকু। বরং নিজের রুটিন অনুসরণ করে অনুশীলন চালিয়ে যাবেন।


রিংকু বলেন, ‘কোনো মৌসুম ভালো গেলে যে কারোরই ভালো লাগে। তবে আমি ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না। আমি নিজের রুটিন অনুসরণ করে অনুশীলন চালিয়ে যাব। নাম ও মান আসবে, তবে আমি নিজের কাজ করে যাব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball