আইপিএল

বৃথা গেল রিঙ্কু ম্যাজিক, প্লে অফে লক্ষ্ণৌ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:14 রবিবার, 21 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

শেষ ওভারে ২১ রান প্রয়োজন ছিল কলকাতা নাইট রাইডার্সের। উইকেটে ছিলেন রিঙ্কু সিং ও ভাইভাব আরোরা। এবারের আইপিএলের গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে কলকাতাকে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও কলকাতাকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। রিঙ্কুর দুই ছক্কা আর এক চারে শেষ ওভারে ১৯ রান তুলে নিয়েছিল কলকাতা। এমন লড়াইয়ের পরও স্বাগতিকদের ১ রানে হারতে হয়েছে ম্যাচটিতে। এই জয়ের ফলে আইপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে লক্ষ্ণৌ।

এই ম্যাচে আগে ব্যাট করে নিকোলাস পুরানের ব্যাটে ভর করে। ৮ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করেছিল লক্ষ্ণৌ। নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রানের বেশি করতে পারেনি কলকাতা। রিঙ্কু শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৩ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলে। এই ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে ক্রুনাল পান্ডিয়ার দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬১ রান তোলে কলকাতা। ১৫ বলে ২৪ রান করে ফিরেন ভেঙ্কটেস আইয়ার। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ২৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে কলকাতার শুরুটা ভালো করেন জেসন রয়।

কিন্তু দলীয় ৮২ রানের মধ্যে ফিরে যান তিনিও। এরপর রিঙ্কু ছাড়া আর কেউই নিজেকে মেলে ধরতে পারেননি। লক্ষ্ণৌর হয়ে দুটি করে উইকেট নেন রবি বিষ্ণই এববগ ইয়াশ ঠাকুর। একটি করে উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া এবং কৃশনাপ্পা গৌতম।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লক্ষ্ণৌরও। শুরু থেকেই একটু পর পর উইকেট হারাতে থাকে দলটি। ৭৩ রানে পাঁচ উইকেট হারানো দলটিকে বড় ইনিংসের স্বপ্ন দেখান নিকোলাস পুরান এবং আয়ুস বাদনি।

৩০ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন পুরান। বাদনির ব্যাটে আসে ২১ বলে ২৫ রানের ইনিংস। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন ভৈরব অরোরা, শার্দুল ঠাকুর এবং সুনীল নারিন।