promotional_ad

দিল্লিকে উড়িয়ে প্লে-অফে চেন্নাই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ডেভন কনওয়ে এবং রুতুরাজ গায়কোয়াড়ের জোড়া হাফ সেঞ্চুরির পর শেষ দিকে শিভম দুবে ও রবীন্দ্র জাদেজার ক্যামিও, তাতে ২২৩ রানের বড় পুঁজি পায় চেন্নাই সুপার কিংস। বড় লক্ষ্য তাড়ায় ডেভিড ওয়ার্নার ছাড়া দিল্লি ক্যাপিটালসের আর কোনো ব্যাটারই নিজেদের মেলে ধরতে পারেননি। ওয়ার্নার ৮৬ রানের ইনিংস খেললেও কখনই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি দিল্লির অধিনায়ক। স্বাগতিকদের ৭৭ রানে হারিয়ে গুজরাট টাইটান্সের পর দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল চেন্নাই।


অরুণ জেটলি স্টেডিয়ামে জয়ের জন্য ২২৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি দিল্লি। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। তুষার দেশপাণ্ডের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন পৃথ্বী শ। ব্যাটে-বলে ঠিকঠাক না হওয়ায় ঝাঁপিয়ে পড়ে দারুণভাবে ক্যাচ লুফে নেন আম্বাতি রাইডু।


promotional_ad

তিনে নেমে সুবিধা করতে পারেননি ফিল সল্ট। দীপক চাহারের কাটারের পরাস্ত হয়ে এক্সট্রা কভারে থাকা আজিঙ্কা রাহানের হাতে ক্যাচ দেন ৩ রান করা এই ব্যাটার। চারে নেমে প্রথম বলেই আউট হয়েছেন রাইলি রুশো। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা রুশো এদিন চাহারের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন।


এদিকে প্রত্যাশিত রান তুলতে পারছিলেন না ওয়ার্নার। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিজের ব্যাটিং অ্যাপ্রোচ বদলেছেন বাঁহাতি এই ওপেনার। দ্রুতগতিতে রান তুলে ৩২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দিল্লির অধিনায়ক। বড় লক্ষ্য তাড়া করতে নামলেও দলের রান একশ ছুঁয়ে দিল্লিকে খেলতে হয়েছে ১২.৪ ওভার পর্যন্ত।


ইয়াশ ধুল, অক্ষর প্যাটেল, আমান হাকিম খানরা দ্রুত বিদায় নিলে আরও বিপাকে পড়ে দিল্লি। শেষ দিকে ওয়ার্নার আউট হয়েছেন ৫৮ বরে ৮৬ রানের ইনিংস খেলে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট মোটে ১৪৬ রান তুলতে পারে দিল্লি। চেন্নাইয়ের হয়ে চাহার তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মাহেশ থিকশানা ও মাথিশা পাথিরানা।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে চেন্নাই। সফরকারীদের হয়ে সবচেয়ে বেশি ৮৭ রান করেছেন কনওয়ে। এ ছাড়া রুতুরাজ ৭৯, দুবে ৯ বলে ২২ এবং জাদেজা করেছেন ৭ বলে অপরাজিত ২০ রান। দিল্লির হয়ে একটি করে উইকেট নিয়েছেন অ্যানরিখ নরকিয়া, খলিল আহমেদ ও চেতন সাকারিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball